ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দল ঘোষণা করে যা বললেন প্রধান নির্বাচক মিনহাজুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২০ মে ২০২১  
দল ঘোষণা করে যা বললেন প্রধান নির্বাচক মিনহাজুল

নিজেদের ভেতরে প্রস্তুতি ম্যাচ চলছিল বিকেএসপিতে। ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । জাতীয় দলের তিন নির্বাচক বিকেএসপির গ্যালারি থেকে ক্রিকেটারদের প্রস্তুতি দেখেছেন। দল ঘোষণার পর গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সবশেষ স্কোয়াড থেকে বড় কোনো পরিবর্তন নেই। সাকিব আল হাসান প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন। ইনজুরির কারণে নেই রুবেল ও হাসান মাহমুদ। ঘরের মাঠে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোয় পরিবর্তনের প্রয়োজন অনুভব করেননি মিনহাজুল আবেদীন। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ওয়ানডে সিরিজে ভালো  খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’

১৫ সদস্যের দলের পাশাপাশি ৪ জনকে স্ট্যান্ডবাই রেখেছেন নির্বাচকরা। কোভিডের কথা মাথায় এমনটা করা হয়েছে,‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্টান্ডবাই আছে— নাঈম শেখ, তাইজুল, শহিদুল ও বিপ্লব। স্কোয়াড ১৯ জনের। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা প্রস্তুত রাখছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্টান্ডবাই চারজনও দলের সাথেই থাকবে।’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ব্যক্তিগত কারণে নিউ জিল্যান্ডে খেলতে পারেননি। এর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়েছিলেন সিরিজসেরা। তার থেকে এবারও ভালো সিরিজের প্রত্যাশায় প্রধান নির্বাচক,‘সাকিব বা বেস্ট খেলোয়াড়রা দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’

২০২৩ বিশ্বকাপের টিকিট পেতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচে ওয়ানডে সিরিজ অতি গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের এই তিন ম্যাচের জন্য বরাদ্দ ৩০ পয়েন্ট। শেষ সিরিজে ৩০ পয়েন্ট নিশ্চিত করা বাংলাদেশ এবারও সিরিজ জিততে চায়,‘ঘরোয়া সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউ জিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু দেশের মাটিতে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’

ঢাকা/ইয়াসিন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়