ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আমাদের হারানোর কিছু নেই তবে বাংলাদেশকে হারাতে এসেছি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৭, ২১ মে ২০২১   আপডেট: ০৮:৩৭, ২১ মে ২০২১
‘আমাদের হারানোর কিছু নেই তবে বাংলাদেশকে হারাতে এসেছি’

ঘরের মাঠে বাংলাদেশকে এগিয়ে রাখলেন শ্রীলঙ্কার পেসার ইসরু উদানা। নিজেদের দলকে তরুণ এবং অনভিজ্ঞ বলতেও দ্বিধা করেননি এ বাঁহাতি পেসার। সাফ জানিয়ে রাখলেন, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হারানোর কিছু নেই। তবে পাওয়ার আছে অনেক কিছু।

ওয়ানডে সিরিজ জিতে বাড়ি ফিরতে চান অভিজ্ঞ এ পেসার। বৃহস্পতিবার (২০ মে) মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি। কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ, বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’ 

রোববার (২৩ মে) দুই দলের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এসে প্রস্তুতির খুব একটা সুযোগ পায়নি তারা। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে দুদিন অনুশীলন করেছেন অতিথিরা। শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে খেলবে অনুশীলন ম্যাচ। এরপর এক সেশনে অনুশীলনের পর মূল মঞ্চে স্বাগতিকদের মুখোমুখি হবে সিংহের দল। বাংলাদেশের মাটিতে প্রস্তুতি না নিতে পারলেও নিজেদের প্রস্তুত দাবি করলেন উদানা।

‘ব্যাপরটা হল আমাদের এখন এই বায়ো বাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। সমানে যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ, কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।’

বাঁহাতি পেসার বাংলাদেশে বিপিএলে খেলেছেন কয়েকবার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য এনে দিতে চান জাতীয় দলকে। তার ভাষ্য, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আসলে প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমি হয়তো অভিজ্ঞ। কিন্তু নির্দিষ্ট দিনে একজন তরুণ বোলার আমার চেয়ে ভালো করতে পারে। তাই আমাদের এক হয়ে খেলতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী এগুতে হবে। এটা খুব ভাল অভিজ্ঞতা ছিল। আমি প্রথমবার খেলেছি। বিশ্বের সেরা লিগ এটা। তাই আমার জন্য এটা বড় অভিজ্ঞতা ও সুযোগ ছিল।’

ইয়ামিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়