ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হতশ্রী ফিল্ডিং থেকে বেরিয়ে আসতে তামিমের আহ্বান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২১ মে ২০২১  
হতশ্রী ফিল্ডিং থেকে বেরিয়ে আসতে তামিমের আহ্বান

২০২৩ বিশ্বকাপে জায়গা করে নিতে ওয়ানডে সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সিরিজে দলের ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় অধিনায়ক তামিম ইকবাল। গত মাসে শ্রীলঙ্কায় দুই টেস্টের চার ইনিংসে তিন ফিফটি হাঁকিয়ে দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান হতশ্রী ফিল্ডিং থেকে বেরিয়ে আসার আহ্বান করলেন। হাতে আসা যে কোনও সুযোগ কাজে লাগাতে বললেন তিনি।

চলতি বছর বাংলাদেশ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে, ঘরের মাঠে ষষ্ঠ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সেটি ছিল তাদের পঞ্চম জয়। কিন্তু পরে গত চার মাসে চার টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে থেকেছে জয়হীন। এই ব্যর্থতায় ব্যাটিং-বোলিংয়ের চেয়ে বেশি দায়ী ছিল দৃষ্টিকটু ফিল্ডিং।

নিউ জিল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেছিল, যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে দুটি ক্যাচ ছাড়ায় ম্যাচের মোড় ঘুরে যায়। নবাগত নাসুম আহমেদ এজন্য নিউ জিল্যান্ডের পরিষ্কার আকাশকে দায়ী করেছিলেন। কিন্তু তার যুক্তি টেকেনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। বাজে ফিল্ডিংয়ে মহড়া দিয়েছে দুই ম্যাচেও। তামিম জানালেন, অনুশীলনে ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে কমই।

ক্রিকইনফোকে তামিম বলেছেন, ‘এটাই সম্ভবত এমন একটা জায়গা, যা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। গত পাঁচ মাসের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে ব্যাটিং ও বোলিংয়ের চেয়ে ফিল্ডিংটাই বেশি আমাদের ম্যাচ হারিয়েছে। ঘরের মাঠে দুটি টেস্ট কিংবা নিউ জিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ফিল্ডিংয়ে। প্রত্যেকে দেখে আমরা মাঠে কী করছি কিন্তু অনুশীলনে কী করছি সেটা দেখতে পায় না। এই জায়গায় ভালো করতে আমরা অনেক কঠোর পরিশ্রম করছি।’

ফিল্ডিং দুর্দশা কাটিয়ে উঠতে পারলে সাফল্য ধরা দেবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের প্রত্যেকে চায় ভালো কিছু করতে কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা এমন ভুল করছি। অন্য দলগুলোর মতো আমাদের সব ফিল্ডাররা হয়তো খুব ভালো নয়, কিন্তু আমাদের ভালো ফিল্ডার আছে। আমাদের নিশ্চিত করতে হবে সামর্থ্য অনুযায়ী যে যার ফিল্ডিং পজিশন থেকে তাদের সেরাটা দেওয়ার। সুযোগগুলো লুফে নিতে হবে। ক্যাচ ধরতে হবে, রান আউট করতে হবে। যদি তা করতে পারি তাহলে ম্যাচ আরও বেশি জিততে পারবো।’

গত ১০ ম্যাচ ধরে জয়ের দেখা নেই। তামিমের মতে এসব ম্যাচের বেশির ভাগই বাংলাদেশ জিততে পারতো, ‘এই ১০ ম্যাচের বেশির ভাগই বাংলাদেশের জেতার সুযোগ ছিল। আমরা ভালো অবস্থানে ছিলাম কয়েকবার, কিন্তু কিছু ভুলের কারণে আমরা হেরে গেছি। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলাম। এখন আমাদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে হবে, যা ম্যাচ নির্ণায়ক। এটা হতে পারে দারুণ একটা স্পেল, পার্টনারশিপ কিংবা একটা ক্যাচ। কখন সুযোগগুলো আসবে সেজন্য মনোযোগী থাকতে হবে। এই সুযোগগুলো আমরা হাতছাড়া করতে চাই না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়