ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন না করতে তামিমের অনুরোধ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২১ মে ২০২১   আপডেট: ১৬:২৩, ২১ মে ২০২১
ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন না করতে তামিমের অনুরোধ

টেস্টে মারকুটে আর ওয়ানডেতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে তামিম ইকবালকে সমালোচনা কম শুনতে হয় না। এ ধরনের প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত বাংলাদেশের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেছেন তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর প্রশ্ন না করতে।

আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আরেকবার প্রশ্ন শুনতে হলো তামিমকে। কোনও রাখঢাক না রেখে তার জবাব, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামছে না, প্রশ্ন আসছেই। আমি গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলছি সামনেও সেভাবেই খেলতে থাকবো। আর এটা নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করার।’

মিরপুরে হতে যাওয়া ম্যাচের উইকেট নিয়ে তামিমের আশা, যেমন উইকেট চান তেমনটাই দল পাবে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে কেমন উইকেট চাই তার পরিষ্কার বার্তা দিয়েছি। আশা করি আমরা যেমন চাই তেমন উইকেটই পাবো। এর চেয়ে বেশি কিছু এখানে বলা জরুরি মনে করছি না। কারণ শ্রীলঙ্কাও এসব ব্যাপারে নজর রাখবে। কিন্তু এটা ঠিক যে খুব বেশি পরিবর্তনীয় কিছু হবে না।’

শ্রীলঙ্কা এবার দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে আসেনি। আর বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। রয়েছেন মুশফিকুর রহিমের মতো সিনিয়র খেলোয়াড়ও। দুই দলের অভিজ্ঞতার পার্থক্য নিয়ে তামিমের অভিমত, ‘ক্রিকেটে অবশ্যই অভিজ্ঞতা ভূমিকা রাখে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন খেলছেন, পরিকল্পনার পূর্ণতা কেমন দিতে পারছেন সেটা। শ্রীলঙ্কা যে দলটা এসেছে কমবেশি ওদের সঙ্গে আমরা আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলেছি। তারা খুবই ভালো দল, ভালো ক্রিকেটার। এটা আমরা সবাই জানি। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে আমরা যতটুকু জানি তাদের বিপক্ষে ম্যাচ ও সিরিজ জিততে হলে খুবই ভালো খেলতে হবে। অভিজ্ঞতা অবশ্যই একটা বড় ব্যাপার, ওয়ানডে ক্রিকেটে এমন কিছু মুহূর্ত আসে যখন অভিজ্ঞতা কাজে লাগে। কিন্তু তার জন্য আমাদের সেই পরিস্থিতি তৈরি করতে হবে, নয়তো যতই অভিজ্ঞ হই না কেন কোনও কাজে আসবে না।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়