ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আকরামের বাজি চার দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৮ মে ২০২১   আপডেট: ০৯:৩২, ২৮ মে ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আকরামের বাজি চার দল

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। গত বছরের স্থগিত টুর্নামেন্ট এবার হওয়ার কথা ভারতে। কিন্তু দেশটিতে করোনাভাইরাস মহামারির তীব্র সংক্রমণ থাকায় এটি কোথায় হবে তা এখনও অনিশ্চয়তার মধ্যে। এই প্রতিযোগিতার বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে চিন্তায় রাখা হয়েছে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে ভারতেই হবে এই আসর। তবে বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় পড়ে থাকলেও শিরোপার দৌড়ে কারা ফেভারিট তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

প্রায় পাঁচ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ সালে শেষ আসরও হয়েছিল ভারতে। ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এবারও সেরা দলগুলো নিয়েই হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কার হাতে উঠছে এবারের ট্রফি, এই প্রশ্নের উত্তরে চার দলকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তবে তার চোখে ভারত সবচেয়ে ফেভারিট।

সুইংয়ের রাজা ব্যাখ্যা দিলেন, ‘আমি মনে করি মূল দলগুলোর মধ্যে ভারত ফেভারিট। তারা টি-টোয়েন্টি ক্রিকেটে ভয়-ডরহীন খেলে। ইংল্যান্ডও এই দৌড়ে এগিয়ে। আমি মনে করি নিউ জিল্যান্ডকেও এই তালিকায় রাখতে পারেন। ওয়েস্ট ইন্ডিজকেও বিবেচনা করা যায়। তাদের মূল খেলোয়াড়রা যদি দলে থাকে, তাহলে তারা প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিতে পারে।’

নিজ দেশ পাকিস্তানের সুযোগ নিয়েও কথা বলেছেন আকরাম। ১২ বছর পর দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। কিন্তু সেজন্য কিছু জায়গায় কাজ করতে হবে বললেন তিনি, ‘পাকিস্তানকে তাদের দলের সমন্বয় নিয়ে কাজ করতে হবে। আমি পাকিস্তানি, অবশ্যই চাই পাকিস্তান বিশ্বকাপ জিতুক। সেটা হলে আমাদের সবার জন্য স্বপ্ন সত্যি হবে, বিশেষ করে তরুণ অধিনায়কের। তাদের সমন্বয়ে উন্নতি যদি করতে হয়, তাহলে সেরা একাদশ খুঁজে লড়তে হবে। ব্যাটিংয়ের পাঁচ ও ছয় নম্বর পজিশনের সমস্যা কাটাতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়