ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেসিদের দেশেও হচ্ছে না কোপা আমেরিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৩১ মে ২০২১   আপডেট: ১৬:১১, ১৭ জুন ২০২১
মেসিদের দেশেও হচ্ছে না কোপা আমেরিকা

টুর্নামেন্ট শুরুর এখনো দুই সপ্তাহও বাকি নেই; এর মধ্যে কোপা আমেরিকার আয়োজক আর্জেন্টিনা টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ হারালো।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিশ্চিত করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার আয়োজক হিসেবে থাকছে না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

১০৫ বছরের ইতিহাসে যৌথভাবে আর্জেন্টিনা-কলম্বিয়াতে হওয়ার কথা ছিল লাতিন ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। এর আগে ২০ মে কলম্বিয়া আয়োজক দেশ হিসেবে সরে দাঁড়ায়।

ছোট বিবৃতিতে কনমেবল জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত। তবে কোন পরিস্থিতি বা কী বিষয় খোলাসা করেনি সংস্থাটি। তারা এখন আয়োজক হিসেবে বিভিন্ন দেশের আগ্রহ বিশ্লেষণ করে দেখছে।  

১০৫ বছরের ইতিহাসে যৌথভাবে আর্জেন্টিনা-কলম্বিয়াতে হওয়ার কথা ছিল লাতিন ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। এর আগে ২০ মে কলম্বিয়া আয়োজক দেশ হিসেবে সরে দাঁড়ায়।

১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত যৌথভাবে দুই দেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুরু হওয়ার দুই সপ্তাহও যখন বাকি নেই তখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। পর্যায়ক্রমে বাদ গেলো দুটি আয়োজক দেশই।

গত মাস থেকে কলম্বিয়ায় চলছে রাজনৈতিক অস্থিরতা। সাধারণ জনগণের বিক্ষোভ আর সহিংস আন্দোলনে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশটি। এই টালমাটাল পরিস্থিতিতে আসন্ন কোপা আমেরিকার যৌথ আয়োজক হওয়ার মর্যাদা হারায়  কলম্বিয়া। ফাইনালসহ দেশটির মাঠে ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়