ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রিকেটে বৈশ্বিক ইভেন্টের আয়োজক নির্ধারণে বিডিং প্রক্রিয়া বাতিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ জুন ২০২১  
ক্রিকেটে বৈশ্বিক ইভেন্টের আয়োজক নির্ধারণে বিডিং প্রক্রিয়া বাতিল

বিড প্রক্রিয়ার মাধ্যমে বৈশ্বিক ইভেন্টের আয়োজক নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। উন্মুক্ত বিড প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক ঘোষণার সিদ্ধান্ত এসেছিল ২০১৯ সালের অনুষ্ঠিত আইসিসির সভায়। কিন্তু মঙ্গলবারের (১ জুন) বোর্ড সভা শেষে জানানো হলো, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আট বছরের চক্রে বৈশ্বিক ইভেন্টের আয়োজক চূড়ান্ত করবে আইসিসি।

আইসিসি বলেছে, পরবর্তী চক্রের সব টুর্নামেন্টের আয়োজক বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে চলতি মাসে। কী প্রক্রিয়ায় আয়োজক নির্ধারণ করা হবে তা জানা যায়নি। তবে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে সন্তুষ্ট করেছে বিডিং প্রক্রিয়ার বিরোধিতা করা ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে।

সেপ্টেম্বরের মধ্যে আট বছরের চক্রে হতে যাওয়া পুরুষদের চ্যাম্পিয়নস ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হবে। আর মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ দলের বৈশ্বিক ইভেন্টের আয়োজক চূড়ান্ত করা হবে নভেম্বরের মধ্যে।

বিডিং প্রক্রিয়া বন্ধ হওয়ার কারণে আইসিসির সহযোগী দেশগুলোতে বৈশ্বিক আসর আয়োজনের সম্ভাবনা একেবারেই কমে গেলো।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়