ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুরোনো বিতর্কিত টুইটে মাটি ইংলিশ পেসারের দারুণ অভিষেক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩ জুন ২০২১  
পুরোনো বিতর্কিত টুইটে মাটি ইংলিশ পেসারের দারুণ অভিষেক

ওলি রবিনসন

ওলি রবিনসনের জন্য বুধবার (২ জুন) ছিল বিশেষ একটি দিন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তার, তাও আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের এই ডানহাতি পেসার ২ উইকেট নিয়ে করলেন দিনের সেরা বোলিংও। কিন্তু দিন শেষ হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে যা দেখলেন, শুনলেন তাতে বিব্রত হলেন এবং আন্তরিক ক্ষমাও চাইলেন।

টম ল্যাথাম ও রস টেলরের উইকেট নিয়ে স্মরণীয় অভিষেকের পর যে কারণে রবিনসন ক্ষমা চাইলেন, তার জন্য ফিরে যেতে হবে আট বছর আগে। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বেশ কয়েকটি টুইট করেন তিনি। সেগুলোর বিষয় ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলমানদের সম্পৃক্ততার আভাস এবং এশিয়ান বংশোদ্ভুত ও নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য। তখন রবিনসনের বয়স ছিল ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। ওই সময় খেলতেন ল্যাঙ্কাশায়ার, কেন্ট ও ইয়র্কশায়ারের দ্বিতীয় দলের হয়ে।

ওই টুইটগুলো ভাইরাল হয়েছে রবিনসনের প্রথম টেস্ট খেলার দিনে। তরুণ থাকাকালে টুইটারে করা এসব বর্ণ ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে ভরা পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন রবিনসন। অকপটে ক্ষমা চেয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনে আট বছর আগের করা বর্ণ ও লিঙ্গ বৈষম্যমূলক টুইট করায় আমি বিব্রত, যা আজ প্রকাশ্যে এসেছে। আমি একটা পরিষ্কার বার্তা দিতে চাই যে, আমি বর্ণবাদী ও লিঙ্গবাদী নই।’

দুঃখ প্রকাশ করে রবিনসন আরও বলেছেন, ‘আমি আমার কাজের জন্য গভীর অনুশোচনা করছি এবং এমন সব মন্তব্যে আমি লজ্জিত। যারা আমার মন্তব্যে আহত হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি অকপটে ক্ষমা চাইছি। ওই সময় থেকে আমি এখন পরিপক্ব হয়েছি। আমি দুঃখিত, আজ আমার শিক্ষা আমি পেয়ে গেছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়