ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভালো শুরুর পরও শাইনপুকুরের রান ১৩৭

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৪ জুন ২০২১   আপডেট: ১৭:১৫, ৪ জুন ২০২১
ভালো শুরুর পরও শাইনপুকুরের রান ১৩৭

তানজিদ হাসান ও সাব্বির হোসেনের ব্যাটে শুরুটা ভালোই করেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু মাঝপথে ছন্দপতন। শেষ পর্যন্ত রবিউল ইসলাম রবির ছোটখাটো ঝড়ে ৫ উইকেটে ১৩৭ রান করেছে তারা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেতে তারা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

টস জিতে ব্যাট করতে নেমে ৮.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৪ রান করে শাইনপুকুর। ওই ওভারের দ্বিতীয় বলে ২০ রান করে জিয়াউর রহমানের হাতে ফিরতি ক্যাচ তোলেন সাব্বির। পরের ওভারে আরেক ওপেনার তানজিদকে ৩৪ রানে থামান এনামুল হক। জিয়াউর পরের ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনকে (১) পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান।

১ উইকেটে ৫৪ রান এক সময় দাঁড়ায় ৩ উইকেটে ৬৪ রান। দলের হাল ধরেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রবিউল ইসলাম রবি। তাদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে স্কোর বড় করতে থাকে শাইনপুকুর। ৫৩ রানের এই জুটি ভাঙে তৌহিদ ২৮ রানে এবাদত হোসেনের বোলিংয়ে বোল্ড হলে।

ইনিংসের শেষ ওভারে এবাদত দ্বিতীয় উইকেট তুলে নেন সুমন খানকে (৯) বোল্ড করে। শেষ দিকে রবির ২৬ বলে চারটি চার ও একটি ছয়ে সাজানো অপরাজিত ৩৪ রানে দলীয় স্কোর চ্যালেঞ্জিং হয়।

শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট নেন এবাদত ও জিয়াউর।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়