ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেইমার-রিচার্লিসনের গোলে ব্রাজিলের পাঁচে পাঁচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৫ জুন ২০২১   আপডেট: ১২:২৯, ৫ জুন ২০২১
নেইমার-রিচার্লিসনের গোলে ব্রাজিলের পাঁচে পাঁচ

প্রথমে সতীর্থ রিচার্লিসনকে বল এগিয়ে গোল করালেন নেইমার। পরবর্তীতে নিজেও গোল করলেন। শুক্রবার রাতে জাতীয় দলের জার্সিতে দারুণ সময় কাটল পিএসজির সুপারস্টারের।

তাতে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। এ জয়ে বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল তিতের দল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার উপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা মেসির আর্জেন্টিনার পয়েন্ট ১১। সমান ম্যাচে তিন জয় ও দুই ড্র তাদের। ৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডরের অবস্থান তিনে। ৫ ম্যাচে তিনটিতে তারা জিতেছে, হেরেছে দুটিতে।

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে দুই দলের প্রথমার্ধের লড়াই গোলশূন্য থাকে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে নেইমারের বাড়ানো পাসে গোল করেন রিচার্লিসন। ৮৯ মিনিটে ডি বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দেওয়া হলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় ব্রাজিল।

ঠাণ্ডা মাথায় গোলরক্ষকে পরাস্ত করেন ব্রাজিলের অধিনায়ক।  এ ম্যাচে ব্রাজিলের রক্ষণ ছিল দুর্দান্ত। আগের ৩ ম্যাচে ১৩ গোল করা ইকুয়েডর লক্ষ্যে কোনো শট নিতে পারেননি। ফলে চোট কাটিয়ে দলে ফেরা ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে দিতে হয়নি তেমন কোনো পরীক্ষা। 

বাছাই পর্বের পরবর্তী ম্যাচে বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়