ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোস্তাফিজ; ৪-০-২২-৫

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৫ জুন ২০২১   আপডেট: ২১:৫৮, ৫ জুন ২০২১
মোস্তাফিজ; ৪-০-২২-৫

পাঁচ বছর পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ পেসার মোহামেডানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলায় বল হাতে দ্যুতি ছড়ান।

১৮তম ওভারের দ্বিতীয় বল। মোস্তাফিজের বল স্কুপ করতে গিয়ে বোল্ড মোহামেডানের অধিনায়ক। সাকিবকে দিয়ে শুরু। এরপর একে একে মোস্তাফিজের বাঁহাতের গতিতে এলোমেলো শুভাগত হোম, শামসুর রহমান, আবু হায়দার ও তাসকিন আহমেদ।

প্রত্যেকে উইকেট দিয়ে এলেন মোস্তাফিজকে। তাতে নামের পাশে আরেকটি ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে ৫ উইকেট পেয়েছিলেন বাঁহাতি পেসার। তার শেষ বলে ইয়াসিন আরাফাত ২ রান নিলে ওই ২২ রানে মোস্তাফিজের বোলিং শেষ হয়।

মোস্তাফিজ বাদে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের আরও ১৪ বোলার। সেই তালিকায় নাম আছে, আরাফাত সানী, আল-আমিন হোসেন, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আবুল হাসান, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, মুক্তার আলী, আফিফ হোসেন, সাকিব আল হাসান ও ইলিয়াস সানীর নাম। এদের মধ্যে সাকিব একাই ৫ উইকেট পেয়েছেন চারবার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়