ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুশফিকের আবাহনীর সামনে কঠিন লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৭ জুন ২০২১   আপডেট: ১০:৫৫, ৭ জুন ২০২১
মুশফিকের আবাহনীর সামনে কঠিন লক্ষ্য

ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে জয়ের জন্য আবাহনী লিমিটেডকে কঠিন পরীক্ষা দিতে হবে। মুশফিকুর রহিমের দলের জয়ের জন্য দরকার ১৬৫ রান।

বিকেএসপিতে টস জিতে ব্যাটিং করতে নেমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৬ উইকেটে হারিয়ে ১৬৪ রান তোলে। দলের হয়ে সর্বেোচ্চ ৬৬ রান করেন ইমতিয়াজ হোসেন তান্না। ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ডানহাতি ব্যাটসম্যান ইনিংসটি সাজান। এছাড়া তিনে নেমে মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ৩৩ রান করেন। রাফসান ১৮ ও সাদ্দাম ১৩ রান করে অবদান রাখেন।

আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আরাফাত সানী ও মোসাদ্দেক হোসেন।

এদিকে মিরপুরে ১৬৩ রানের লক্ষ্য পেয়েছে প্রাইম দোলেশ্বর। টস জিতে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭ উইকেটে ১৬২ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। এছাড়া সাব্বির হোসেন ৩৬, রবিউল ইসলাম রবি ৩৪ ও তানজিদ হাসান ২৫ রান করেন।

ওল্ড ডিওএইচ তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েছে। ব্রাদার্স বিকেএসপির আরেক মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৩৯ রান তোলে। দলের হয়ে মাইশিকুর রহমান ৪৮ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করেন। রাহাতুল ফেরদৌসের ব্যাট থেকে আসে ২৬ রান। ২১ রান করেন মিজানুর রহমান। 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়