ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুনীল ছেত্রী এখন ‘নাম্বার টেন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৮ জুন ২০২১   আপডেট: ১২:৪৩, ৮ জুন ২০২১
সুনীল ছেত্রী এখন ‘নাম্বার টেন’

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে জোড়া গোল করে হৃদয় ভেঙেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের ৭৮ এবং ৯২তম মিনিটে গোল করেন তিনি।  তার জোড়া গোলে ভারত যেমন ম্যাচ জিতেছে ঠিক তেমনই অনন্য এক অর্জনও করেছেন সুনীল। 

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক গোলের তালিকায় সুনীল এখন দশ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ৭২ গোল নিয়ে ১১তম স্থানে ছিলেন তিনি। জোড়া গোলে ৭৪ গোল নিয়ে তার অবস্থান এখন দশে। ১১৭ ম্যাচে সুনীল গড়েছেন এ কীর্তি। 

২০০৫ সালের ১২ জুন ভারতের জার্সি গায়ে জড়ান সুনীল। অভিষেক ম্যাচে কোয়েটায় পাকিস্তানের বিপক্ষে গোল পেয়েছিলেন। এরপর ধারাবাহিক দ্যুতি ছড়িয়েছেন সবুজ ঘাসে। গোল পেয়েছেন নিয়মিত বিরতিতে। আন্তর্জাতিক ফুটবলে তার হ্যাটট্রিক আছে ৩টি। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ খেলে ভারতের এ ফরোয়ার্ড গোল করেছেন ৫টি। জোড়া গোল আছে দুই ম্যাচে। 

আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন ইরানের অলি দাই। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেছেন তিনি। দুইয়ে আছে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ১৭৪ ম্যাচে তার গোল ১০৩টি। এ দুই ফুটবলারই জাতীয় দলের জার্সিতে একশর বেশি গোল করেছেন। 

তালিকার পরের স্থানে রয়েছেন মোক্তার দোহারি (৮৯), ফ্রেঞ্চ পুসকাস (৮৪), গডফ্রে চিতালু (৭৯), হুসেইন সাঈদ (৭৮), পেলে (৭৭), কুনিশেগে কামোমতো (৭৫) ও বাশার আব্দুল্লাহ (৭৫)।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়