ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জের প্রথম জয়, জিতল ওল্ড ডিওএইচএসও

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৮ জুন ২০২১  
রূপগঞ্জের প্রথম জয়, জিতল ওল্ড ডিওএইচএসও

ঢাকা লিগে পঞ্চম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের প্রথম জয়ের দিন ওল্ড ডিওএইচএস দ্বিতীয় জয়ের স্বাদ পেল। 

মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস ১৬ রানে জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। 

বৃষ্টিতে দুটি ম্যাচেই ওভার কাটা হয়। মিরপুরে ১২ ওভারের খেলায় রোমাঞ্চ ছড়িয়েছে। আগে ব্যাটিং করে রূপগঞ্জ মাত্র ৮১ রান তোলে। জবাবে ৬৭ রানে শেষ হয় শাইনপুকুরের ইনিংস। দুই দলই হারায় ৬টি করে উইকেট। 

দুই দলের চার বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়ে দাপট দেখায়। সবচেয়ে বেশি ৩ উইকেট নিয়ে রূপগঞ্জের জয়ের নায়ক নাবিল সামাদ। অভিজ্ঞ স্পিনার ২ ওভারে ১ মেডেনে ১ রানে ৩ উইকেট নিয়েছেন। টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতেই শাইনপুকুরকে পিছিয়ে দেন। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে সাব্বির রহমানের ১৬, সানজামুলের ২৪, নাঈম ইসলামের ১৮ ও সোহাগ গাজীর ১৩ রানে লড়াকু সংগ্রহ পায় রূপগঞ্জ। সেই রান তাড়া করতে পারেনি শাইনপুকুর।   

আরেক ম্যাচে বিকেএসপিতে ১৩ ওভারের খেলায় মুখোমুখি হয় ওল্ড ডিওএইচএস ও খেলাঘর।  ব্যাট হাতে দ্যুতি ছড়ান ওল্ড ডিওএইচএসের ওপেনার আনিসুল ইসলাম ইমন (২৭ বলে ৪৪)। সঙ্গে জ্বলে উঠলেন রায়হান রহমান (২১ বলে ২৭)। গুরুত্বপূর্ণ অবদান রাখলেন মাহমুদুল হাসান জয় (১৪ বলে ২৯)। ত্রয়ীর অবদানে ওল্ড ডিওএইচএসের রান ১৩ ওভারে ১২০। 

লক্ষ্য তাড়ায় জহুরুল ইসলাম (২৪ বলে ৩৭) ও ইমতিয়াজ হোসেন (৩০ বলে ৩৩) লড়লেন। তবে দ্রুত গতিতে রান তুলতে পারলেন না। তাতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১০৩ রানের বেশি করতে পারেনি। ১৬ রানের জয়ে ঢাকা লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেল ওল্ড ডিওএইচএস। আগের ম্যাচে আবাহনীকে চমকে দেয়া খেলাঘরের আজ উল্টো অভিজ্ঞতা হলো।

ঢাকা/ইয়াসিন  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়