ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেইমারদের সবুজ সংকেত, সূচি অনুযায়ী হবে কোপা আমেরিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৮ জুন ২০২১   আপডেট: ১৬:০৭, ১৭ জুন ২০২১
নেইমারদের সবুজ সংকেত, সূচি অনুযায়ী হবে কোপা আমেরিকা

রাজনৈতিক অস্থিরতার কারণে সহআয়োজক কলম্বিয়া থেকে প্রথমে কোপা আমেরিকা সরানো হয়। পরে করোনাভাইরাস সংক্রমণের তীব্র হারে আর্জেন্টিনাতেও আয়োজনের পরিকল্পনা বাতিল করে কনমেবল। শেষ মুহূর্তে আয়োজক ঘোষণা করা হয় ব্রাজিলকে, সেখানেও রয়েছে মহামারির তীব্রতা। এই পরিস্থিতিতে এত বড় টুর্নামেন্ট আয়োজনের কারণে নাখোশ সেলেসাও ফুটবলাররা। কোপা বয়কটেরও হুমকি দেন নেইমাররা। তবে স্বস্তির খবর শুনিয়েছে গণমাধ্যম, খেলতে রাজি আছেন তারা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, করোনায় ভুগতে থাকার মধ্যে দেশে কোপা আয়োজনের বিরোধিতা করছিলেন খেলোয়াড়রা। শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট বয়কট না করে প্রতীকি প্রতিবাদ করবেন তারা। গ্লোবো স্পোর্তের প্রতিবেদন, বুধবার (৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে এ ব্যাপারে ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি দেবেন খেলোয়াড়রা।

ধারণা করা হচ্ছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রজারিও কাবোকলোর নিষেধাজ্ঞার কারণে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল। সংস্থার এক নারী কর্মীকে যৌন হেনস্তার দায়ে ৩০ দিনের জন্য তাকে নিষিদ্ধ করেছে সিবিএফের নৈতিকতা কমিশন।

ব্রাজিলে কোপা আয়োজনের পেছনে কাবোকলোকে দায়ী করছেন ফুটবলাররা। ফুটবলারদের সঙ্গে আলোচনা না করে এবং ন্যুনতম স্বাস্থ্য নিরাপত্তার কথা না ভেবে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় তার পদত্যাগের দাবি তুলেছিলেন তারা। এমনকি দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোরও সমালোচনা করেন।

কোপা আয়োজনের বিরোধিতা করায় কোচ তিতেকে পদত্যাগের জন্য কাবাকলো চাপ দিচ্ছিলেন বলেও শোনা গেছে। আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই হবে দশ দলের এই শ্রেষ্ঠত্বের লড়াই।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়