ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওমান ম্যাচে জামাল নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৯ জুন ২০২১   আপডেট: ১৭:৪১, ৯ জুন ২০২১
ওমান ম্যাচে জামাল নেই

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় আগামী ১৫ জুন ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুঃসংবাদ পেলো তারা। ইনজুরি ও কার্ডের খাড়ায় চার খেলোয়াড়কে এই ম্যাচে পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

কাতারের দোহায় চলতি মাসের প্রথম খেলায় আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্রর ম্যাচে চোট পান মিডফিল্ডার সোহেল রানা। ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। বুধবার (৯ জুন) দেশে ফিরে এসেছেন তিনি। ভারতের কাছে ২-০ গোলে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন মাশুক মিয়া জনি। তিনি ছিটকে গেছেন ওমান ম্যাচ থেকে। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বাফুফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রথম ও দ্বিতীয় রাউন্ডে দুটি কার্ড পাওয়ায় ওমানের বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়া। এই চার জনকে ছাড়া শেষ ম্যাচে লড়াই করতে হবে বাংলাদেশকে।

এর আগে বাছাইয়ের এই ধাপের প্রস্তুতি ক্যাম্পে ঢোকার আগেই চোট নিয়ে ছিটকে যান নাবীব নেওয়াজ জীবন। ক্যাম্প শুরুর পর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ফরোয়ার্ড সাদ উদ্দিন ও গোলকিপার আশরাফুল ইসলাম রানাও সরে দাঁড়ান চোটের কারণে।

সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘ই’ গ্রুপে সবার শেষে বাংলাদেশ। তাদের প্রাপ্তি কেবল দুটি ড্র।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়