ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চান জামাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৯ জুন ২০২১   আপডেট: ২১:৫৮, ৯ জুন ২০২১
ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চান জামাল

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জেতার টার্গেট ছিল বাংলাদেশের। কিন্তু ২-০ গোলে হেরে গেছে তারা। এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এখানেই থেমে যেতে চান না। কঠোর পরিশ্রম করে বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরিয়ে আনতে আশাবাদী তিনি।

বুধবার (৯ জুন) নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ।’

হারের পর যে সমালোচনা উঠেছে তা নিয়ে এই মিডফিল্ডারের বক্তব্য, ‘আমরা চাইলে সমালোচনা করতে পারি, ম্যাচে কী উচিত হয়নি আমাদের এবং এটাই স্বাভাবিক। যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে যা খুব হতাশার।’

এই ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান জামাল, ‘তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। এবং এটাই জীবন।’ কঠোর পরিশ্রম করলে ভালো ফল আসবে আশা তার, ‘আমি আমার দেশের পতাকা এবং দলকে খুবই ভালোবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।’

কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় আগামী ১৫ জুন ওমানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে পারছেন না জামাল। একই কারণে ওই ম্যাচে বাংলাদেশ পাবে না বিপলু আহমেদ ও রহমত মিয়াকে। ভারত ম্যাচে চোট নিয়ে ছিটকে গেছেন মাশুক মিয়া জনিও।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়