ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বার্নস-লরেন্সের ব্যাটে প্রথম দিন ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১১ জুন ২০২১   আপডেট: ০৯:০৪, ১১ জুন ২০২১
বার্নস-লরেন্সের ব্যাটে প্রথম দিন ইংল্যান্ডের

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। আর সেটা সম্ভব হয়েছে ররি বার্নস ও ড্যান লরেন্সের ব্যাটে ভর করে। ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা। ক্রিজে আছেন লরেন্স (৬৭*) ও মার্ক উড (১৬*)। তারা দুজন আজ শুক্রবার বিকেলে আবার ব্যাট করতে নামবেন।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলে। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।

৭২ রানের মাথায় হেনরি নিকোলসের বলে টম ব্লানডেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডম সিবলি। ৩৫ রান আসে তার ব্যাট থেকে। জ্যাক ক্রাউলি এসে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৭৩ রানের মাথায় ডাক মেরে ফেরেন নেইল ওয়াগনারের বলে। ৮৫ রানের মাথায় অধিনায়ক জো রুট নিকোলসের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন মাত্র ৪ রানে। 

১২৭ রানের মাথায় অলি পোপের উইকেট হারায় ইংল্যান্ড। তার উইকেটটে নেন আজাজ প্যাটেল। শুরু থেকে দেখে-শুনে ব্যাট করা ররি বার্নস ১৬৯ রানের মাথায় আউট হন। তাকে ফেরান ট্রেন্ট বোল্ট। ১৮৭ বল খেলে ১০ চারে ৮১ রান করে যান তিনি।

১৭৫ রানের মাথায় জেমস ব্রাসি ডাক মেরে ফেরেন বোল্টর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। ২২২ রানের মাথায় ওলি স্টোন আউট হন ২০ রান করে। তাকে আউট করেন আজাজ প্যাটেল।

এরপর লরেন্স ও মার্ক উড মিলে দিন শেষ করে আসেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়