ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোপার গ্রুপ পর্বে নেই চিলির শীর্ষ গোলদাতা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৩ জুন ২০২১  
কোপার গ্রুপ পর্বে নেই চিলির শীর্ষ গোলদাতা

কোপা আমেরিকা শুরুর আগেই বড় ধাক্কা খেলো ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি। চোটের কারণে গ্রুপ পর্বের খেলা থেকে ছিটকে গেছেন তাদের সর্বাধিক ম্যাচ খেলা ও গোলদাতা অ্যালেক্সিস সানচেজ।

শনিবার (১২ জুন) এক বিবৃতিতে চিলির ফুটবল সংস্থা নিশ্চিত করেছে এই খবর। ইন্টার মিলান ফরোয়ার্ড সানচেজ অনুশীলনে চোট পান শুক্রবার। পরে তার হাঁটুতে চোট ধরা পড়ে, যে কারণে চিলি দলের সঙ্গে ব্রাজিল সফরে যেতে পারছেন না ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলা হচ্ছে না সানচেজের। জাতীয় দলের সঙ্গে রেকর্ড ১৩৮ ম্যাচ খেলেছেন তিনি, ৪৬ গোল করে চিলির সর্বকালের শীর্ষ গোলদাতাও।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর তিনটায় রিও দি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরু হবে চিলির ম্যাচ। চার দিন পর তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বলিভিয়া। ২৫ জুন প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের গ্রুপের খেলা। দুই সপ্তাহের মধ্যে সানচেজ সুস্থ হয়ে উঠবেন আশা চিলির।

দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বড় কোনও অঘটন না ঘটলে চিলিকে পরের ধাপে দেখা যাবে নিঃসন্দেহে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়