ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এরিকসনের স্বাস্থ্য পরীক্ষার ফল ভালো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৩ জুন ২০২১   আপডেট: ২১:২৯, ১৩ জুন ২০২১
এরিকসনের স্বাস্থ্য পরীক্ষার ফল ভালো

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় খেলার মাঠেই জ্ঞান হারান ডেনার্কের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসন, নিশ্চিত করেছেন জাতীয় দলের চিকিৎসক। কিন্তু হার্টের সমস্যার কারণ এখন অস্পষ্ট।

৪২ মিনিটে টাচলাইনে বল রিসিভ করার সময় মাটিতে লুটিয়ে পড়েন এরিকসন। জরুরি ভিত্তিতে ১৩ মিনিট ধরে তার সিপিআর চিকিৎসা চলে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে।

এরিকসনকে হারানোর কতটা কাছে ছিলেন জানতে চাইলে ডেনমার্কের জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন বলেছেন, ‘সে চলেই গিয়েছিল... কতটা কাছে ছিলাম আমরা? আমি জানি না। কিন্তু আমরা তাকে ফিরে পেলাম ডিফাইব্রিলেটরের পর।’

ডেনিস মিডফিল্ডারের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ফল ভালো এসেছে জানান তিনি, ‘এরিকসনের প্রাথমিক পরীক্ষার ফল ভালো এসেছে। কিন্তু আমরা আরও পরীক্ষা করবো। আমাদের কেউ জানি না কী ঘটেছিল।’

ডেনমার্কের কোচ ক্যাস্পার হুমল্যান্ড জানান, তিনি এরিকসনের সঙ্গে কথা বলেছেন পরে। কীভাবে পড়ে গেলেন মাটিতে, তা তিনি জানেন না বলে কোচকে বলেছেন। তার দুশ্চিন্তা ছিল সতীর্থদের নিয়ে। কোচ বলেছেন, ‘সে বলেছে তার মনে পড়ছে না কীভাবে পড়ে গেলো। কিন্তু তার উদ্বেগ ছিল আমাদের নিয়ে। ক্রিস্টিয়ান এমনই। তাকে আবার হাসতে দেখে ভালো লাগছিল।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়