ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জকোভিচই চ্যাম্পিয়ন, ছুঁলেন ৫২ বছরের পুরনো রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ জুন ২০২১   আপডেট: ০৮:১৫, ১৪ জুন ২০২১
জকোভিচই চ্যাম্পিয়ন, ছুঁলেন ৫২ বছরের পুরনো রেকর্ড

ফ্রেঞ্চ ওপেন তথা রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হয়েছেন নোভক জোকোভিচ। রোববার রাতে ফাইনালে গ্রিসের স্টেফানো সিপসিপাসের বিপক্ষে প্রথমে দুই সেটে পিছিয়ে পড়েও জিতেছেন ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-৪ ব্যবধানে।

এর মধ্য দিয়ে সব গ্র্যান্ডস্লামই অন্তত দুইবার করে জেতার কৃতিত্ব দেখালেন তিনি। ছুঁয়েছেন ৫২ বছরের পুরনো রেকর্ড।

এর আগে এমন রেকর্ডের মালিক ছিলেন শুধুমাত্র রয় এমার্সন ও রড লেভার। রোববার রাতে সেটা ছুঁয়ে ফেললেন জকোভিচ। স্থান করে নেন এই তালিকায়।

সবশেষ ১৯৬৯ সালে রড লেভার অন্তত দুইবার করে সব গ্র্যান্ডস্লাম জয়ের এই রেকর্ড গড়েছিলেন। আর ২০২১ সালে এসে সেই কীর্তি গড়লেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।

সবাই ধরেই নিয়েছিল অভিজ্ঞ জকোভিচের সামনে ধোপে টিকবেন না সিপসিপাস। কিন্তু কি দারুণ লড়াইটাই না করলেন গ্রিক তুর্কি। দারুণ লড়াই করে প্রথম দুই সেট জিতে নেন তিনি। স্বপ্ন জাগান গ্র্যান্ডস্লাম জয়ের।

অন্যদিকে দুই সেটে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করেন জকোভিচ। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে হারিয়ে দেন সিপসিপাসকে। ভাঙেন গ্রিসের স্বপ্ন।

এটা ছিল জকোভিচের ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্ল্যাম জয়। তার সামনে আছেন কেবল রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। তারা দুজনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতেছেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়