ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টি আইনে আবাহনীর বিপক্ষে শেখ জামালের কঠিন লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ জুন ২০২১  
বৃষ্টি আইনে আবাহনীর বিপক্ষে শেখ জামালের কঠিন লক্ষ্য

আবাহনী লিমিটেডের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছে। আবাহনীর ইনিংসের শেষ দিকে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে, ১৮.২ ওভারে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১৮১ রান। পরে বৃষ্টি আইনে শেখ জামালের সামনে টার্টেগ দাঁড়ায় ১৩ ওভারে ১৪৭ রান।

ঢাকা লিগে দারুণ সময় কাটছে আবাহনীর ওপেনার মুনিম শাহরিয়ারের। প্রাইম ব্যাংকের বিপক্ষে দুর্দান্ত ইনিংসের পর এবার শেখ জামালের বিপক্ষে খেললেন ঝড়ো ইনিংস। তার সঙ্গে মিরপুর শের-ই বাংলায় দ্যুতি ছড়িয়েছেন নাজমুল হোসে শান্ত।

ওপেনিংয়ে নেমে দ্রুত ফেরেন মোহাম্মদ নাঈম (১০)। তবে ঝড় তোলেন গতকাল ৮ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া মুনিম। তিনি ৪০ বলে ৯টি চার ও ৩টি ছয়ে খেলেন ৭৪ রানের ইনিংস। তিনে নেমে দুর্দান্ত খেলেন নাজমুল হোসেন শান্ত। দেখা পান চলতি আসরের প্রথম হাফসেঞ্চুরির।

শান্ত ৪২ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন। তার ইনিংসটি সাজানো ৬টি চার ও ২টি ছয়ে। তবে মুশফিক ফেরেন ০ রানে। ইনিংসের দ্বিতীয় বলে এবাদত হোসেন তাকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। শান্তর সঙ্গে ১৫ বলে ২৬ রান নিয়ে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেনও।

শেখ জামালের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন এবাদত, সালাউদ্দিন শাকিল, নাসির হোসেন ও জিয়াউর রহমান।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়