ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমি ভালো আছি’, হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে পোস্ট এরিকসনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৫ জুন ২০২১   আপডেট: ১৫:২৫, ১৫ জুন ২০২১
‘আমি ভালো আছি’, হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে পোস্ট এরিকসনের

ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন হাসপাতালের বেডে থেকে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘আই এম ফাইন।’

ছবিতে তাকে হাসিমুখে দেখা যায়। সঙ্গে থাম্বস আপও দেখিয়েছেন। ইনস্টাগ্রামের সেই পোস্টে ক্রিস্টিয়ান ধন্যবাদ জানান সবাইকে, ‘মধুর ও হৃদয় দোলানো ভালোবাসা এবং সারাবিশ্ব থেকে পাঠানো বার্তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি আমার এবং আমার পরিবারের কাছে বিশেষ কিছু।’ 

‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি ভালো আছি। আমাকে এখনও হাসপাতালে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তবে আমার মনে হয় সব ঠিক আছে। এখন আমি পরের ম্যাচগুলিতে ডেনমার্ক দলের ছেলেদের উৎসাহ দেব। তোমরা ডেনমার্কের হয়ে খেল। শুভ কামনা- ক্রিস্টিয়ান।’  

২৯ বছরের এই ফুটবলার ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচ চলাকালে হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠেই মুখ থুবড়ে পড়েন। ম্যাচের ৪৩ মিনিটে থ্রো রিসিভ করতে গিয়ে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ১৩ মিনিট তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর নিয়ে যাওয়া হয় হাসাপাতালে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়