ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝুলে রইলো সাকিব-তামিমদের কেন্দ্রীয় চুক্তি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১৫ জুন ২০২১   আপডেট: ২৩:৩৪, ১৫ জুন ২০২১
ঝুলে রইলো সাকিব-তামিমদের কেন্দ্রীয় চুক্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দশম বোর্ড সভাতে চূড়ান্ত হয়নি জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি। তবে দুই একদিনের ভেতরে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন চুক্তিতে থাকতে পারেন ১৮ থেকে ২০ জন ক্রিকেটার। থাকতে পারে নতুন মুখও। 

মঙ্গলবার (১৫ জুন) বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি জানান, কে কোন ফরম্যাটে খেলতে চায়, কে কোন ফরম্যাটে খেলতে চায় না তা জানার অপেক্ষায় আছে ক্রিকেট পরিচালনা বিভাগ। সেই তালিকা পেলে চূড়ান্ত হবে কেন্দ্রীয় চুক্তি। বিসিবি সভাপতি বলেন, 'দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন (চুক্তির তালিকা) । ১৮ বা ২০ জনের কেন্দ্রীয় চুক্তি হতে পারে। দুই- একজন নতুনও আছে।’ 

কেন্দ্রীয় চুক্তি নিয়ে এবার বেশ গভীর পর্যালোচনা করেছেন সংশ্লিষ্টরা। বোর্ডের কাছেও জবাবদিহি করতে হচ্ছে তাদের। নাজমুল হাসান বলেন, ‘এখানে কিছু প্রশ্নও আছে। স্বচ্ছতার জন্য যেটা আমরা বলেছি…যে চুক্তিতে ঢুকছে, যে বের হচ্ছে ওখানে সমস্যা নেই। কিন্তু কেউ হঠাৎ করে ঢুকলে, কেন ঢুকছে তার একটা ব্যাখ্যা দরকার। আর যে বাদ পড়ছে সেও কেন বাদ পড়ছে তার ব্যাখ্যা দরকার।'

সাকিব আল হাসান দেশের খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়ায় কেন্দ্রীয় চুক্তি নিয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। তখন বিসিবি সভাপতি জানিয়েছিলেন, এবারের চুক্তিতে কে কোন ফরম্যাটে খেলতে চান তা আগেই জেনে নেবে বোর্ড। এ ঘোষণা গত মার্চের হলেও বিসিবি এখনও সব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেনি। 

সাকিবের কেন্দ্রীয় চুক্তি নিয়ে জানতে চাওয়া হলে নাজমুল হাসান বলেন,‘সাকিবের ব্যাপারটা (কোন ফরম্যাটে) এখনও চূড়ান্ত হয়নি। তাদের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ফরম্যাটে আগ্রহী। কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টি-টোয়েন্টি খেলতে না চায়, টেস্ট খেলতে না চায়। আমার ধারণা খেলবে, কিন্তু তাও তো জানতে হবে।'

এদিকে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেছে বোর্ড। ২২ নারী ক্রিকেটারকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে আনা হয়েছে। জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির জাতীয় নির্বাচক প্যানেলের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও এ বছর নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া আব্দুর রাজ্জাক।

এছাড়া ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৬০ কোটির টাকার বাজেট প্রস্তাব করেছে বিসিবি। এ অর্থ বিসিবির বিভিন্ন বিভাগকে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেবে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে। আজকের সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ চূড়ান্ত করা হয়। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এজিএম। 
 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়