ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবাহনীকে হারালেন সাইফ-রাব্বী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৬ জুন ২০২১  
আবাহনীকে হারালেন সাইফ-রাব্বী

আবাহনী লিমিটেডকে ২৮ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার (১৬ জুন) লিগের দশম রাউন্ডের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল মিরপুর শের-ই-বাংলায়।

টস জিতে ব্যাটিং করতে নেমে সাইফ হাসানের ব্যাটে প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে ১৩২ রান তোলে। জবাবে রাব্বীর আগুন ঝরানো বোলিংয়ে আবাহনী ১০৪ রানের বেশি করতে পারেনি। ব্যাট হাতে সাইফ ৪৯ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৮ রান করেন। বোলিংয়ে রাব্বী মাত্র ১১ রানের খরচায় নেন ৪ উইকেট। দুই ক্রিকেটারের ঝলমলে পারফরম্যান্সে প্রাইম দোলেশ্বর জিতেছে অনায়াসে।

দোলেশ্বরের ইনিংসের শুরুটা ছিল দারুণ। দলের হার্ডহিটার ওপেনার ইমরান আজও দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে করেন ২৩ রান। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে তারা তুলে নেয় ৩০ রান। এরপর ইমরান ফিরে গেলে দলের ইনিংস মেরামত করেন সাইফ। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে পরপর দুই ছক্কা উড়িয়ে আগ্রাসন দেখানো শুরু করেন ডানহাতি ব্যাটসম্যান। লেগ স্পিনারের দুই শর্ট বল দুটিই মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান। এক ওভার পর লং অফ দিয়ে আরেকটি ছক্কা। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুব ও সাইফের জুটিতে আসে ৫৪ রান।

এরপর দ্রুত ছন্দপতনে প্রাইম দোলেশ্বরের ইনিংস শেষ হয় ১৩২ রানে। সাইফউদ্দিনকে লং লেগ দিয়ে ছক্কা উড়ানোর পরের বলে মিড অনে ক্যাচ দেন সাইফ। বল হাতে আবাহনীর হয়ে মেহেদী হাসান রানা ২৮ রানে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন তানজিদ হাসান সাকিব।    

প্রায় জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে সাজানো আবাহনীর ব্যাটিং অর্ডার। তবুও মামুলি সংগ্রহ তাড়া করতে ব্যর্থ তারা। মুশফিক নিজের উইকেট বিলিয়ে আসেন রিভার্স সুইপে পয়েন্টে ক্যাচ দিয়ে। মোসাদ্দেক আলগা শটে ক্যাচ দেন মিড উইকেটে। মন্থর ব্যাটিং করা নাঈম শেখ ৩১ বলে ২২ রান করে সাইফের বলে রাব্বীর অসাধারণ ক্যাচে পরিণত হন ডিপ কভারে।

আগের দুই ম্যাচে ঝড়ো ব্যাটিং করা মুনিম শাহরিয়ার আজ দায়িত্ব নিতে পারেননি। ১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন শরিফউল্লাহর বলে সুইপ করতে গিয়ে। এনামুল হক জুনিয়রের বলে ২ চার ও ১ ছক্কা উড়িয়ে আফিফ হোসেন আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে আবার উড়াতে গিয়ে রেজাউলের হাতে ক্যাচ দেন ২৬ রানে, যা আবাহনীর হয়ে সর্বোচ্চ। শেষ দিকে কোনও ব্যাটসম্যানই পারেননি অবদান রাখতে। উল্টো রাব্বীর বোলিং তোপে অলআউট হয়েছে শিরোপাধারীরা।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়