Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

‘অপমানজনক’ গোল উদযাপন করে নিষিদ্ধ অস্ট্রিয়ার ফুটবলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৬ জুন ২০২১  
‘অপমানজনক’ গোল উদযাপন করে নিষিদ্ধ অস্ট্রিয়ার ফুটবলার

গোল উদযাপনে বাড়াবাড়ি ও অন্য খেলোয়াড়কে অপমান করায় ইউরোতে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মার্কো আর্নাউতোভিক। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে বিতর্কিত কাণ্ডটি করেন অস্ট্রিয়ার এই ফরোয়ার্ড।

শাস্তি পাওয়ায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রিয়ার ‘সি’ গ্রুপের ম্যাচ খেলতে পারবেন না আর্নাউতোভিক।

রোববার বুদাপেস্টে দুর্দান্ত জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি মাঠে নামেন আর্নাউতোভিক। ৮৯ মিনিটে দলের তৃতীয় গোল করেই বুক চাপড়ে গোল উদযাপন করেন তিনি এবং প্রতিপক্ষের খেলোয়াড় এজোন বেতুলাই ও এজগান আলিওস্কিকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায় তাকে। নর্থ মেসিডোনিয়ার সমর্থকদের উদ্দেশ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। সতীর্থ ও অধিনায়ক ডেভিড আলাবা তাকে থামানোর চেষ্টা করেন।

পরে এমন কাণ্ডের জন্য ক্ষমা চান আর্নাউতোভিক। তবে বর্ণবৈষম্যমূলক কোনও শব্দ ব্যবহার করেননি বলে জানান ৩২ বছর বয়সী, ‘ম্যাচে আবেগের বশীভূত হয়ে আমি কিছু বাজে শব্দ ব্যবহার করেছিলাম, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি- বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার বন্ধুদের কাছে। আমি একটা ব্যাপার স্পষ্ট করে জানাতে চাই, আমি বর্ণবাদী নই। প্রায় প্রত্যেক দেশে আমার বন্ধু আছে এবং আমি বৈচিত্রতার পক্ষে। যারা আমাকে চেনে, তারা এটা ভালো করে জানে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়