ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কেন্দ্রীয় চুক্তির আগে সুখবর পেলেন তামিম-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ জুন ২০২১   আপডেট: ১৬:১০, ১৭ জুন ২০২১
কেন্দ্রীয় চুক্তির আগে সুখবর পেলেন তামিম-মুশফিকরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ১০ থেকে ২০ শতাংশ বাড়ছে। বিসিবির পরিচালক ও ক্রিকেট অপাররেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বৃহস্পতিবার (১৭ জুন) মিরপুর শের-ই বাংলায় গণামধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন আকরাম।

তিনি বলেন, 'এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।'

বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে আকরাম বলেন,  'এটা ডিফার করবে কিন্তু আমরা এটা চিন্তা ভাবনা করে করবো। ১০-২০ শতাংশ বাড়বে। সেটা আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।'

করোনাকালীন সময়ে এখন পর্যন্ত বিশ্বের তিনটি দেশের ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে; এখনো চূড়ান্ত হয়নি।

 ২০১৯ সালে ক্রিকেটারদের ১৩ দফা দাবির একটি হলো; কেন্দ্রীয় চুক্তিতে অন্তত ৩০ জন ক্রিকেটার রাখতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বাড়লেও চুক্তিবদ্ধ ক্রিকেটার সংখ্যা ২০ এর ওপর উঠছে না।

মঙ্গলবার বোর্ড মিটিংয়ের পর ১৮ থেকে ২০ জন ক্রিকেটারের চুক্তির বিষয়টি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কে কোন ফরম্যাটে খেলতে চান এই বিষয়টি চূড়ান্ত না হওয়ায় নাম প্রকাশ করা হয়নি এখনো।

আকরাম খান বলেন, 'বোর্ড সভার পর নির্বাচকদের সাথে বসে আমাদের কিছু জানার বিষয় ছিল, সেগুলো জেনেছি। দুই-একদিনের মধ্যে আমরা খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। তারা কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী তা জানার সাথে সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলব।'

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়