ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তামিমের চোট, মিস করবে সুপার লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৭ জুন ২০২১   আপডেট: ১৬:৩৯, ১৭ জুন ২০২১
তামিমের চোট, মিস করবে সুপার লিগ

হাঁটুর চোটে ভোগা তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকের পরামর্শে তাকে ছেড়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এজন্য ঢাকা লিগের সুপার লিগ খেলা হচ্ছে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরেছেন তামিম।

মুঠোফোনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।’ 

তামিমের আশা জিম্বাবুয়ে সফরের শুরু থেকেই মাঠে থাকতে পারবেন তিনি, ‘কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এরপর পুনর্বাসন শুরু হবে। তখন বলা যাবে কবে ফেরা সম্ভব। তবে আশা করি জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো।’

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তামিম ইকবালদের প্রাইম ব্যাংক সুপার লিগে গিয়েছে। ১১ ম্যাচে ৯ জয়ে তাদের পয়েন্ট ১৮। দলকে শীর্ষে তুলতে অবদান রেখেছেন তামিমও। ব্যাট হাতে ঝড় তুলতে না পারলেও রান তোলায় সবার থেকে এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান। ১১ ম্যাচে ২৭.৮১ গড়ে ৩০৬ রান করেছেন। স্ট্রাইক রেট ২৭.৮১। দুইয়ে থাকা রনি তালুকদার ২৬ রান করেছেন ১৪৪.৫০ স্ট্রাইক রেটে।

গত ১৩ জুন আবাহনীর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সাচ্ছন্দ্যে ফিল্ডিং করতে পারছিলেন না তামিম। মাঠের বাইরে সীমানা ঘেঁষে তাকে ডানপায়ে চিকিৎসা নিতে দেখা যায়। জানা গেছে, তামিমকে বিশ্রাম দিতে আরও আগে প্রাইম ব্যাংকে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু সুপার লিগ নিশ্চিতে তামিম ও প্রাইম ব্যাংক খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রাইম ব্যাংকের ম্যানেজার সিকদার আবুল হাশেম রাইজিংবিডিকে বলেন, 'তামিমের ব্যথাটা চার-পাঁচ দিন আগেই ছিল। বিসিবি আরও আগে চিঠি দিয়েছিল। কিন্তু আমাদের ইচ্ছায় ও নিজের আগ্রহে তামিম খেলেছে। আপাতত দুই সপ্তাহের বিশ্রামে থাকবে। এরপর জিম্বাবুয়ে সফর করবে।’

প্রাইম ব্যাংকে বেশ ভালো সময় কাটিয়েছেন তামিম। বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘আমি প্রাইম ব্যাংকে দারুণ সময় কাটিয়েছি। আমি বেশ কয়েকটি ক্লাবে, দলে খেলেছি। প্রাইম ব্যাংক সবার ওপরেই থাকবে। তারা বেশ পেশাদার। আমি দলের চেয়ারম্যান তানজিল চৌধুরীকে চোটের বিষয়টি জানানোর পরপরই তিনি বলেছেন, বিসিবির অফিসিয়ালরা যেটা করতে বলেছে সেটা অনুসরণ করতে।’ 

এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। ৭ জুলাই প্রথম টেস্ট মাঠে গড়াবে। এর আগে ৪-৫ দুদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঢাকা/রিয়াদ/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়