ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নেইমারের কাছে গোলের রেকর্ড হারাতে চান পেলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৮ জুন ২০২১   আপডেট: ১৩:৪৭, ১৮ জুন ২০২১
নেইমারের কাছে গোলের রেকর্ড হারাতে চান পেলে

কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে যা ছিল তার ৬৮তম গোল। আর ৯ গোল করলে দেশের সর্বাধিক গোলদাতা পেলের সঙ্গে সিংহাসন ভাগ করে নেবেন পিএসজি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান কিংবদন্তি চান, নেইমার তাকে ছাড়িয়ে যাক।

কোপায় ব্রাজিলকে টানা দ্বিতীয় ম্যাচ জেতানোর পথে ৬৮তম মিনিটে ৬৮তম আন্তর্জাতিক গোল করেন নেইমার। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকার আবেগ ঝরে পড়ে তার কণ্ঠে, ‘আমার আরও কাছে এটা (পেলেকে ছোঁয়া)। গত দুই বছরে অনেক কঠিন সময় গেছে। এই (গোল) সংখ্যাগুলো দেশকে ও আমার পরিবারকে প্রতিনিধিত্ব করা এবং ব্রাজিলের হয়ে খেলার আনন্দের চেয়ে আর বেশি কিছু নয়। আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্রাজিল ও অন্য সবখানে।’

নেইমার আরও যোগ করেছেন, ‘কার রোল মডেল হওয়া, কাউকে খুশি করা আমাকে খুব আনন্দ দেয়। এখানে আমি যা লিখছি সেই গল্প ভালোবাসি, আমার পরিবার ও বন্ধুদের গর্বিত করতে চাই আমি। আশা করি যারা এই খেলা ভালোবাসে প্রত্যেকে আমাকে নিয়ে গর্বিত, কারণ এই সংখ্যাগুলো আসলে কিছুই নয়, কেবল ব্রাজিলকে প্রতিনিধিত্ব করার গর্ব।’

নেইমারের এই সাক্ষাৎকারের পর আবেগে আপ্লুত হয়েছেন ৭৭টি আন্তর্জাতিক গোল করা পেলে। ‘সবসময় হাসিখুশি’ ছেলেটাকে নিয়ে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্ট দেন ব্রাজিলিয়ান গ্রেট। নেইমার ব্রাজিলিয়ান গোলের রেকর্ড গড়ুক, সেই কামনা করেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী, ‘যখন এই ছেলেটাকে দেখি, তখনই দেখতে পাই সে হাসছে। তার হাসি দেখে না হাসা অসম্ভব, এটি সংক্রামক।’

লম্বা পোস্টে ৮০ বছর বয়সী কিংবদন্তি আরও লিখেছেন, ‘অন্য সব ব্রাজিলিয়ানের মতো আমারও তার খেলা দেখতে ভালো লাগে। আজ সেলেসাওদের হয়ে আমার করা গোল রেকর্ডের পথে আরেকটি ধাপ ফেললো সে। আমি চাই সে এই জায়গায় আসুক, একই আনন্দ নিয়ে যখন প্রথমবার তাকে আমি খেলতে দেখলাম।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়