ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৮, ১৯ জুন ২০২১   আপডেট: ১১:৪০, ১৯ জুন ২০২১
কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই

মিলখা সিং

ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত মাসে করোনা আক্রান্ত হন মিলখা সিং। এরপর তাকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

ফ্লাইং শিখ খ্যাত মিলখা সিং এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী নির্মল কাউর। এক সপ্তাহের মাথায় এবার মিলখা সিংও পাড়ি জমালেন অসীমের পথে।

মিলখা সিং এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এ ছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন।

১৯৫৯ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়