ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বাবা তোমাকে অনেক ভালোবাসি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২০ জুন ২০২১   আপডেট: ১৬:৫১, ২০ জুন ২০২১
‘বাবা তোমাকে অনেক ভালোবাসি’

আজ জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিবস পালিত হয়। যদিও বাবার প্রতি ভালোবাসা জানাতে কোনো দিনক্ষণ লাগে না। তবুও বাবার প্রতি ভালোবাসা জানানোর দিন আজ।

ক্রীড়াঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাবাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন। জাতীয় ক্রিকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘মিরপুর, গ্যাবা বা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থণ করতে উপস্থিত থাকে। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে অনেক ভালোবাসি। সারাবিশ্বের সকল বাবাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা।’

বাবা ইকবাল খানের অনুপ্রেরণাতেই এতদূর এসেছেন তামিম ইকবাল। ইকবাল খান ছিলেন ফুটবলার। একসময় ক্রিকেটও খেলেছেন। এখনো বাবার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তামিম নিজেও এখন দুই সন্তানের বাবা। বাবার সঙ্গে তার ছবি ও সন্তানের সঙ্গে নিয়ে তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তামিম লিখেছেন, ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। পৃথিবীর সকল বাবা’দের প্রতি রইল শুভেচ্ছা!’

ছেলে আর বাবার সঙ্গে বেশ কিছু ছবি এক করে তাসকিন বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’টেস্ট দলের ওপেনার সাদমানও তার বাবার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা আব্বু।’

মেহেদী হাসান মিরাজ তার সন্তানের ছবি দিয়ে ফেসবুকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, ‘পিতাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দোয়া। যে ব্যক্তি একজন দয়ালু এবং ভালো পিতা, তিনি আমাদের জন্য আশীর্বাদী। আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকা এবং পরলোকগমন করা সকল পিতাদের জন্য দোয়া কামনা করছি।’ 

ভারতের পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টুইট করেন, ‘বাবা, আমি তোমার কাছ থেকে শিখেছি কিভাবে পরিপূর্ণ বাবা হওয়া যায়। যে ভালোবাসা, যে প্রেরণা তুমি আমাদের দিয়েছ সেসবের কারণে আজ আমরা এখানে। আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমাদের যে পথে এগিয়ে নিয়েছ সেই পথেই আমি চলবো। বাবা হিসেবে আমার ছেলে আগাস্তাকেও একই পথে নিয়ে যাবো। আমরা তোমাকে ভালোবাসি। তোমাকে অনুভব করছি।’

দোলনায় বসে একটি ভিডিও পোস্ট করেছেন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং ঈশ্বর জানান, সেই দোলনায় বসে বাবার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। স্মৃতিবিজড়িত সেই দোলনায় বসে টেন্ডুলকার টুইট করেন, ‘আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের জন্য টাইম মেশিন হিসাবে কাজ করে। একটি গান, একটি গন্ধ, একটি শব্দ, একটি স্বাদ। আমার জন্য, বাবার সঙ্গে কাটানো শৈশব আমাকে সব সময় স্মৃতিতে ভাষায়। বাবা দিবসে আমি সেই বিশেষ জায়গাটি আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। বাবা, তোমাকে সবসময় মিস করি।’

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়