ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিথুনের শেষ ঝড়ে প্রাইম ব্যাংকের বিশাল পুঁজি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২০ জুন ২০২১   আপডেট: ১৬:১৮, ২০ জুন ২০২১
মিথুনের শেষ ঝড়ে প্রাইম ব্যাংকের বিশাল পুঁজি

শুরুটা মন্থর হলেও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের রান চূড়ায় নিয়ে গেছেন মোহাম্মদ মিথুন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রকিবুল হাসান। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের রান ৩ উইকেটে ১৬৪।

মিথুন ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রান তুলেছেন। রকিবুল হাসান ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় করেছেন ৩৪ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থ উইকেটে এসেছে ৩৯ বলে ৭৩ রান। এছাড়া এনামুল হক বিজয় ২৮ বলে ২৭, রুবেল মিয়া ২৩ বলে ২১ রান করেছেন।

হাসেনি রনি তালুকদারের ব্যাট। ৮ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করে ইলিয়াস সানীর বলে আউট হন।বল হাতে স্পিনার সানী শেখ জামালের সেরা। ২৯ রানে ২ উইকেট নেন তিনি। ১টি উইকেট পেয়েছেন জিয়াউর রহমান।

৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মিথুন। পরবর্তী ৬ বলের ৪টিই পেয়েছেন বাউন্ডারি। শেষ ওভারে ইবাদতকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকানোর পর কভার ড্রাইভে চার মারেন। এরপর রিভার্সস্কুপ করে পান আরেকটি বাউন্ডারি। এর আগে ইলিয়াস সানীকে সামনে এগিয়ে এসে লং অন দিয়ে ছক্কা হাঁকান তিনি।  

 

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়