ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেমিসনের তোপে তছনছ ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২০ জুন ২০২১   আপডেট: ০২:৪৯, ২১ জুন ২০২১
জেমিসনের তোপে তছনছ ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নাকানিচুবানি খেলো নিউ জিল্যান্ডের পেস বোলিংয়ের কাছে। বিশেষ করে কাইল জেমিসনকে সামলাতে ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়ে গেছে ভারত।

জেমিসন ৫ উইকেট নিয়ে ভারতকে বেশিদূর এগোতে দেননি। ২২ ওভারে ১২ মেডেনসহ ৩১ রান দেন তিনি। এছাড়া ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার দুটি করে উইকেট নেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল জেমিসনের। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচেই প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেন। সেই ভারতের বিপক্ষে নতুন করে মাঠে নেমে আবারও পুরনো কীর্তি গড়লেন ডানহাতি পেসার।

এ নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন জেমিসন। বাকি তিনবার এই সাফল্য পান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচেই দুইবার!

৩ উইকেটে ১৪৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন বিরাট কোহলি আর ২৯ রানে খেলছিলেন আজিঙ্কা রাহানে। দিনের ষষ্ঠ বলেই ভাঙে ৭১ রানের জুটি। কোহলিকে এদিন রানের খাতা খুলতে দেননি জেমিসন। ৪৪ রানে এলবিডাব্লিউ ভারত অধিনায়ক।

হাফ সেঞ্চুরির জন্য এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন রাহানে (৪৯)। তার আগে জেমিসন তৃতীয় উইকেট তুলে নেন ঋষভ পান্তকে (৪) ফিরিয়ে।

১৮২ রানে ৬ ব্যাটসম্যান ফেরার পর রবিচন্দ্রন অশ্বিন (২২) ও রবীন্দ্র জাদেজা (১৫) হাল ধরার চেষ্টায় ছিলেন। দুইশ পেরোতেই টিম সাউদি ম্যাচে নিজের প্রথম উইকেট নিয়ে এই জুটি ভাঙেন। ইশান্ত শর্মা (৪) ও যশপ্রীত বুমরাকে (০) পরপর মাঠছাড়া করে এক ইনিংসে পাঁচ উইকেট নেন জেমিসন। পরের ওভারে জাদেজাকে (১৫) ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেন বোল্ট।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়