ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাহমুদউল্লাহদের ১৩০ রানে গুটিয়ে দিলেন মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২১ জুন ২০২১   আপডেট: ১৬:৫৪, ২১ জুন ২০২১
মাহমুদউল্লাহদের ১৩০ রানে গুটিয়ে দিলেন মুশফিকরা

আবাহনী লিমিটেডের বিপক্ষে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচে সুবিধা করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুশফিকুর রহিমদের বিপক্ষে মাহমুদউল্লাহর দল মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায়।

সোমবার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভারে সব উইকেট হারায় গাজী গ্রুপ।

শুরু থেকেই সাইফউদ্দিনদের বোলিং তোপে তটস্থ ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। ওপেন করতে নেমে মাহেদী হাসান ফেরেন মাত্র ৩ রান করে। আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ বলে ৩০ রান। তার ইনিংসে ২টি করে চার-ছয়ের মার।

এ ছাড়া জাকির হোসেন করেন ২৫ বলে ২৭ রান। ১২ বলে ২৫ রান করে ঝড়ের আভাস দিয়েছিলে মুমিনুল হক। তাকে থামিয়ে দেন মেহেদী হাসান রানা।

অধিনায়ক মাহমুদউল্লাহ আউট হন ১৭ বলে ১৬ রান করে। তাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন রানা। মাহমুদউল্লার পর ক্রিজে এসে রানার একই ওভারে রানের খাতা না খুলে ফেরেন আরিফুল হক। উইকেটরক্ষক আকবর আলীও ফেরেন ডাক মেরে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩০ রানের বেশি করতে পারেনি গাজী।

আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে  ৪  উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই সাইফউদ্দিনের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে তার সেরা পারফরম্যান্স ছিল ২২ রান দিয়ে ৪ উইকেট। এ ছাড়া ৩ উইকেট শিকার করেন রানা।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়