ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টোকিও অলিম্পিক: এক ভেন্যুতে থাকবে ১০ হাজার দর্শক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২১ জুন ২০২১   আপডেট: ১৭:২৮, ২১ জুন ২০২১
টোকিও অলিম্পিক: এক ভেন্যুতে থাকবে ১০ হাজার দর্শক

বিদেশি দর্শক ছাড়া টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। শুধুমাত্র স্থানীয়রাই ভেন্যুতে প্রবেশের অনুমতি পাচ্ছেন। সোমবার (২১ জুন) আয়োজকরা জানায়, এক ভেন্যুতে ১০ হাজার দর্শক থাকতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। 

দর্শকদের নিয়ে টোকিও অলিম্পিক আয়োজন করতে চায় ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওসি)। এজন্য ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেবে তারা। পাশাপাশি তাদের নেগেটিভ সার্টিফিকেট এবং ভ্যাকসিনও লাগবে।  

সোমবার আইওসি স্থানীয় আয়োজক, ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি, জাপানি সরকারের প্রতিনিধি ও টোকিও মেট্রোপলিটনের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিল। তাদের বৈঠকে বড় একটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। গত সপ্তাহে জাপানের শীর্ষ চিকিৎসক ড. শেইগেরু অমি মত দিয়েছিলেন, ‘দর্শকদের ছাড়া অলিম্পিক হওয়া উচিত।’ এর আগে করোনাকালে অলিম্পিক আয়োজনকে ‘বিরক্তিকর’ বলেছিলেন। 

আগামী ২৩ জুলাই অলিম্পিকের পর্দা উঠবে। শেষ হবে ৮ আগস্ট। প্যারা অলিম্পিক চলবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুই শতাধিক দেশ থেকে প্রায় ১১০০০ অ্যাথলেট অলিম্পিকে অংশগ্রহণ করবে। তাদের সবার কোভিড সুরক্ষায় বিশাল অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে আয়োজকদের। জাপানের গণমাধ্যমের খবর, টোকিও অলিম্পিক পরিচালনা করতে ২৮০ কোটি ডলার খরচের হিসেব দিয়েছে অলিম্পিক কমিটি। যার মধ্যে করোনা প্রতিরোধেই ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ডলার।

জাপানের প্রধানমন্ত্রীর অফিসের সূত্র অনুযায়ী, ৬.৫ শতাংশ জাপানিজ কোভিডের পূর্ণ ভ্যাকসিন নিয়েছে, ১৬.৫ শতাংশ মানুষ এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। কোভিডে গত দেড় বছরে ১৪০০০ জাপানিজ  মারা গেছেন।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়