ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মোহামেডানের ১২ ফুটবলারসহ ১৭ জন করোনায় আক্রান্ত 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২১ জুন ২০২১   আপডেট: ০০:২৪, ২২ জুন ২০২১
মোহামেডানের ১২ ফুটবলারসহ ১৭ জন করোনায় আক্রান্ত 

মোহামেডান স্পোর্টিং ক্লাবে করোনার হানা। এক ধাক্কায় ১৭ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে ১২ জনই খেলোয়াড়। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন লী-ও। বাকিরা সাপোর্টিং স্টাফ। এ খবর নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার ইমতিয়াজ নকিব। 

রাইজিংবিডিকে মুঠোফোনে তিনি বলেন, ‘ক্লাবের কোচ স্টাফসহ ১৭ জন করোনা পজিটিভ। তার মধ্যে ১২ জন ফুটবলার। করোনা পজিটিভ সবাই ক্লাবেই আইসোলেশনে আছেন।’ 

খুব শিগগিরই ক্লাবের সবার করোনা টেস্ট করানো হবে বলে জানা গেছে। 

এদিকে ২৫ জুন থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে মোহামেডান লিগে খেলতে আগ্রহী নয়। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠিও দিয়েছে তারা। 

মোহামেডানের মতো দল লিগে খেলতে আগ্রহী না হওয়ায় লিগ নিয়ে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) থেকে মুন্সিগঞ্জ ও গাজীপুরে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই দুটি জেলা লিগের অন্যতম ভেন্যুও।

ঢাকা/রিয়াদ/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়