ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেস্ট ফাইনাল ড্র হলে বিজয়ী নির্ধারণে গাভাস্কারের ‘ফর্মুলা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২২ জুন ২০২১  
টেস্ট ফাইনাল ড্র হলে বিজয়ী নির্ধারণে গাভাস্কারের ‘ফর্মুলা’

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে থাকবে উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। এমনটাই তো চেয়েছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সাউদাম্পটনের বেরসিক বৃষ্টি সব মাটি করে দিলো। প্রতিকূল আবহাওয়ার কথা ভেবে একদিন রিজার্ভ থাকলেও ম্যাচের দুই দিন পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত ড্র হতে যাচ্ছে নিউ জিল্যান্ড ও ভারতের শিরোপার লড়াই। ম্যাচ অমীমাংসিত থাকলে দুই দলকে ট্রফি ভাগাভাগি করে দেওয়ার নিয়ম করেছে আইসিসি। কিন্তু এই সিদ্ধান্ত মানতে আপত্তি সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের। ড্র হলে ম্যাচ জয়ী নির্ধারণে নতুন ‘ফর্মুলা’ প্রয়োগের আবেদন করেছেন তিনি।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে গাভাস্কার বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলেও একজন বিজয়ী নির্ধারণে অবশ্যই একটি ফর্মুলা থাকা উচিত। আইসিসির ক্রিকেট কমিটির ভাবা উচিত এবং একটি সিদ্ধান্ত নিক।’

এই ম্যাচ ড্র হতে যাচ্ছে বলে মনে করছেন তিনি, ‘মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হবে। ট্রফি ভাগাভাগি করবে। এই প্রথমবার একটি ফাইনালের ট্রফি ভাগ করে নেবে দুই দল। দুই দিনে তিন ইনিংস শেষ করা একেবারেই কঠিন। যদি দুই দলই খারাপ ব্যাটিং করে তাহলে হয়তো হতে পারে।’

এমন পরিস্থিতিতে ম্যাচ বিজয়ী নির্ধারণে গাভাস্কার একটি প্রস্তাবও দিলেন। ফুটবল, টেনিসের মতো টাইব্রেকারের উদাহরণ টানলেন তিনি, ‘বিজয়ী নির্ধারণে ফুটবলে পেনাল্টি শুটআউট আছে কিংবা অন্য পদ্ধতি আছে। টেনিসে আছে পাঁচ সেট এবং টাইব্রেকার।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়