ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের লড়াই খুব কঠিন: তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৩ জুন ২০২১  
কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের লড়াই খুব কঠিন: তিতে

একই মহাদেশের হলেও ব্রাজিল-কলম্বিয়ার মাঠের লড়াই হয়েছে ৩২ বার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ১৯ ম্যাচ, ড্র ১০টি। তিনটি হারের দুটিই কোপা আমেরিকার মঞ্চে। শেষবার এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়ে ১-০ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এমনকি শেষ দুটি ম্যাচে তাদের ‍রুখে দিয়েছে কলম্বিয়ানরা। বৃহস্পতিবার রিও ডি জেনেইরোতে মুখোমুখি হওয়ার আগে তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ তিতে।

‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বলে শিষ্যদের সাবধান করলেন তিতে, ‘কলম্বিয়ার সঙ্গে আমাদের লড়াই সবসময় খুব কঠিন।’

দুই বছর আগে মিয়ামিতে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্রয়ের উদাহরণ টেনে ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে যদি তাদের বিপক্ষে প্রীতি ও বাছাইয়ের সবগুলো ম্যাচের দিকে তাকাই, বোঝা যাবে তারা সবসময় কঠিন প্রতিপক্ষ। আমাদের খেলোয়াড়দের এটা বুঝিয়েছি। আমি তাদেরকে অনেক উপরে তুলছি না, কেবল জানিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আমাদের কত কঠিন সময় গেছে।’

পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে একাদশে পরিবর্তন এনেছিলেন কোচ। কলম্বিয়ার বিপক্ষেও বদলের ইঙ্গিত দিলেন তিতে। ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে দুটি ম্যাচেই একাদশে ছিলেন দানিলো, মিলিতাও, গাব্রিয়েল জেসুস, ফ্রেড ও নেইমার। এই পাঁচ জনের মধ্যে নেইমার যে কলম্বিয়ার বিপক্ষে থাকছেন, তা নিশ্চিত।

তেরেসপোলিসে দলের ট্রেনিং ক্যাম্পে থেকে তিতে বলেছেন, ‘আমাদের খেলার ধরন প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাবো। কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, কিন্তু তাত্ত্বিকভাবে দলের গঠনে পরিবর্তন আসতে যাচ্ছে না। এটা নিয়ে আমরা সতর্ক।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়