ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করলো উয়েফা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৪ জুন ২০২১  
অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করলো উয়েফা

ইউরোপিয়ান ফুটবলে আগামী মৌসুম থেকে আর অ্যাওয়ে গোলের ‍সুবিধা পাবে না কোনও দল। সব ধরনের উয়েফা ক্লাব প্রতিযোগিতা থেকে এই নিয়ম বাতিল করা হয়েছে।

দুই দল দুই লেগে সমান সংখ্যক গোল করলে ম্যাচে দুই অর্ধে ১৫ মিনিট করে অতিরিক্ত সময়ে খেলা হবে। ম্যাচের ফল বের করতে প্রয়োজনে পেনাল্টি শুটআউট নেওয়া হবে।

১৯৬৫ সাল থেকে এই নিয়ম চালু করা হয়েছে। নকআউট ম্যাচে দুই লেগের খেলায় দুই দলের গোল সংখ্যা একই হলে বিজয়ী হয় অ্যাওয়ে গোলে যারা এগিয়ে থাকে।

উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘১৯৬৫ সাল থেকে উয়েফা প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম অন্তর্নিহিত অংশ। তবে গত কয়েক বছর ধরে উয়েফা বৈঠকে এটি বিলুপ্ত করার দাবি উঠেছে। সবাই একমত না হলেও অনেক কোচ, ভক্ত ও অন্য ফুটবল স্টেকহোল্ডাররা এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ম বিলোপ করার ব্যাপারে অগ্রাধিকার ব্যক্ত করেছেন।’

ইউরোপিয়ান শীর্ষ ফুটবল সংস্থার প্রধান আরও বলেছেন, এই নিয়মের প্রভাবে আসল উদ্দেশ্য থেকে সরে আসে হোম দলগুলো। গোল খাওয়ার ভয়ে তারা আক্রমণে যেতে সংকোচবোধ করে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়