ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পর্তুগালকে নিয়ে উদ্বিগ্ন নয় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৫ জুন ২০২১  
পর্তুগালকে নিয়ে উদ্বিগ্ন নয় বেলজিয়াম

গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। ফ্রান্স ও জার্মানির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে এবার বেলজিয়ানদের সামনে তারা, অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন দুর্দান্ত ফর্মে। এমন প্রতিপক্ষকে নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। কিন্তু রোববার বাংলাদেশ সময় রাত ১টায় হতে যাওয়া ম্যাচ নিয়ে নির্ভার বেলজিয়াম, বললেন ডিফেন্ডার টবি আল্ডারভেইরেল্ড।

গ্রুপের লড়াইয়ে হাঙ্গেরি জার্মানির বিপক্ষে এগিয়ে ছিল এবং পর্তুগাল ফ্রান্সের সঙ্গে ছিল সমতায়। ম্যাচ ওভাবে শেষ হলে বেলজিয়াম প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল নয়, পেতো হাঙ্গেরিকে। কিন্তু মিউনিখে শেষ দিকে জার্মানরা সমতা ফেরালে হাঙ্গেরি ছিটকে যায় এবং পর্তুগাল তিনে থেকে গ্রুপ শেষ করে।

প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল চূড়ান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্ডারভেইরেল্ড বলেছেন, ‘আমি মনে করি না প্রতিপক্ষ নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির কিছু আছে। ধরুন আমাদের প্রতিপক্ষ হাঙ্গেরি হলে প্রত্যেকে ভাবতো যে ‘এই ম্যাচটা সহজ হতে যাচ্ছে।’ কিন্তু এই দৃষ্টিভঙ্গি থাকলে এই ধরনের ম্যাচের জন্য উজ্জীবিত হওয়া কঠিন। আমরা এখন শীর্ষ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি এবং এটা আমাদেরকে সেরাটা খেলতে বাধ্য করবে।’

পর্তুগালকে নিয়ে তার মূল্যায়ন, ‘তাদের হারানো খুব কঠিন, অনেক গোছালো এবং মানসম্পন্ন দল। তারা জানে বড় টুর্নামেন্টে বড় ম্যাচ কীভাবে খেলতে হয়। তাদের অভিজ্ঞতাও অনেক, তাদের হারাতে হলে খেলার শীর্ষে থাকতে হবে আমাদের। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সবাই কথা বলে, সে বিশ্বের অন্যতম সেরা একজন। কিন্তু শুধু তিনি নন, তাকে ঘিরে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা তাকে সুযোগ তৈরি করে দেয়।’

আল্ডারভেইরেল্ড বললেন, ইউরোতে সেরা সাফল্য পেতে শীর্ষ র‌্যাংকিংয়ে থাকা দলটি খুব ক্ষুধার্ত। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে যথেষ্ট অভিজ্ঞতা আছে, প্রত্যেকে জানে ঠিক কী করতে হবে। যারা খেলবে তারা প্রস্তুত থাকবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়