ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইয়াসিরের ব্যাটে ঝড়, মুমিনুল বোঝালেন তিনিও টি-টোয়েন্টি পারেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৬ জুন ২০২১   আপডেট: ২০:২৯, ২৬ জুন ২০২১
ইয়াসিরের ব্যাটে ঝড়, মুমিনুল বোঝালেন তিনিও টি-টোয়েন্টি পারেন

পুরো লিগে নিষ্প্রভ হয়ে থাকা ইয়াসির আলী রাব্বী শেষ ম্যাচে পেলেন প্রথম অর্ধশতকের দেখা। এর আগে ৪৭ ও ৪৫ রানের দুটি ইনিংস খেললেও এবার ইয়াসির ছাড়িয়ে গেলেন আগের সব পারফরম্যান্স। 

ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে মাত্র ২২ বলে তুলে নেন ফিফটি। সব মিলিয়ে ২৪ বলে করেন ৫৬ রান। ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা। এদিকে মুমিনুল হক বুঝিয়ে দিয়েছেন তিনি টি-টোয়েন্টিও খেলতে পারেন। ৫৩ বলে ১১ বাউন্ডারিতে ৭৮ রান করেন বাংলাদেশের টেস্টে অধিনায়ক। যদিও তার টি-টোয়েন্টি সর্বোচ্চ ৯১ রান। ২০২০ বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ওই রান। 

এ দুই ক্রিকেটারের ব্যাটে গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ৪ উইকেটে তুলেছে ১৮৪ রান। পঞ্চম উইকেট জুটিতে ১১৩ রান যোগ করেন। তাতে গাজী গ্রুপ লিগের সর্বোচ্চ রানও পেয়ে যায়।  

আগের ম্যাচে শেখ জামাল ১৭৪ রান তাড়া করে জিতেছে। আজ লিগের শেষ ম্যাচে তাদের ব্যাটসম্যানরা হাসাতে পারেন কিনা সেটাই দেখার।

টস হেরে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার শুরুতেই সাজঘরে ফেরেন। ১০ বলে ৯ করে আউট হন জিয়াউর রহমানের বলে। ১৭ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে মেহেদী হাসান ফেরেন সাজঘরে। ভালো করতে পারেননি শাহাদাত হোসেন (১১) ও মাহমুদউল্লাহ (১) 
 

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়