ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেস্ট ফাইনালের শেষ দিন বাথরুমে লুকিয়ে ছিলেন জেমিসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৯ জুন ২০২১   আপডেট: ১৮:৪৯, ২৯ জুন ২০২১
টেস্ট ফাইনালের শেষ দিন বাথরুমে লুকিয়ে ছিলেন জেমিসন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্রয়ের পথে ছিল। কিন্তু বোলারদের নৈপুণ্যে ভারতকে গুটিয়ে দিয়ে শেষ দিন ১৩৯ রানের টার্গেট পায় নিউ জিল্যান্ড। লক্ষ্য সহজ হলেও ড্রেসিংরুমে থাকা কিউই ক্রিকেটাররা যে কতটা চাপে ছিলেন, সেই অবস্থার কথা জানালেন সাত উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা কাইল জেমিসন।

ফাইনালে ভারতকে ৮ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া জেমিসন দলের জয়ে রাখেন বড় অবদান। সেই তিনিই কি না এতটা চাপে ছিলেন যে, বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছিল।

ড্রেসিংরুমে বসে নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা টিভিতে খেলা দেখছিলেন। ওই সময় তাদের মধ্যে কতটা উদ্বেগ-উৎকণ্ঠা চেপে বসেছিল, তা বোঝা গেলো জেমিসনের কথায়, ‘খেলা দেখতে বসে ওটাই ছিল সম্ভবত সবচেয়ে কঠিন সময়।’

কোন সময়ে চাপের কথা বলছেন জেমিসন? রান তাড়া করতে নেমে ৩৩ ও ৪৪ রানে প্রথম দুই ব্যাটসম্যানকে হারায় নিউ জিল্যান্ড। স্বাভাবিকভাবে বড় ধাক্কা ছিল তাদের জন্য। কিউই পেসার বললেন, ‘আমরা আসলে টিভিতে খেলা দেখছিলাম। মাঠের চেয়ে টিভিতে দেরিতে সম্প্রচার হচ্ছিল। প্রত্যেক বলে ভারতীয় দর্শক-সমর্থকরা চিৎকার করায় মনে হচ্ছিল উইকেট গেছে কিংবা খারাপ কিছু ঘটেছে। কিন্তু দেখলাম একটি রান হচ্ছে কিংবা ডিফেন্স করছে।’

ভারতের দর্শকদের চিৎকারে স্নায়ুচাপ বাড়ছিল জেমিসনের। তিনি বললেন, ‘ওই সময় খেলা দেখা খুব কঠিন ছিল। আমি বেশ কয়েকবার বাথরুমে গিয়ে বসেছিলাম, সেখানে দর্শকদের চিৎকারের শব্দ কম আসছিল। কারণ তাদের চিৎকার স্নায়ুচাপ বাড়াচ্ছিল। কিন্তু কেন ও রস ক্রিজে ছিল, তারা ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করে আসলো।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়