ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচ পুনরায় আয়োজন চান তারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২ জুলাই ২০২১  
ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচ পুনরায় আয়োজন চান তারা

শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড। এখনো মানতে পারছেন না ফরাসিরা। ম্যাচটি পুনরায় আয়োজনে একটি পিটিশনে ২ লাখ ২৪ হাজার স্বাক্ষর করেছেন ফরাসি ভক্তকুল।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পরও ম্যাচটি ৩-৩ গোলে ড্র থাকায় গড়ায় পেনাল্টিশুটআউটে। কিলিয়ান এমবাপ্পের শট রুখে দিয়ে নায়ক বনে যান সুইস গোলরক্ষক ইয়ান সোমার। এই সোমারের বিপক্ষে আইন ভঙ্গের অভিযোগ এনে পিটিশন করে ইউরোর আয়োজক উয়েফাকে চাপ দেওয়া হচ্ছে।

পেনাল্টি শটের সময় গোলরক্ষককে গোল লাইনের কমপক্ষে ১ ফুটের মধ্যে থাকতে হয়। ফরাসিদের মতে সোমার এই নিয়ম মানেননি।  তারা মনে করেন সোমার ফুটবলের আইনকে অশ্রদ্ধা করেছেন। এ জন্য শেষ ষোলোর এই ম্যাচ পুনরায় আয়োজন চান।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। তবে উয়েফার ভাবনায় এমন কিছু নেই। তাদের মতে রেফারি ও ভারের (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির মাধ্যমে) সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়