ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউরোর জন্য করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২ জুলাই ২০২১   আপডেট: ১৭:৪৪, ২ জুলাই ২০২১
ইউরোর জন্য করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইউরোর গ্রুপ পর্বে খেলা দেখতে গিয়ে ফিনল্যান্ড ও ডেনমার্কের সমর্থকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। শুধু ফিনল্যান্ড কিংবা ডেনমার্ক নয়, ইউরোর জন্য পুরো ইউরোপ জুড়ে সংক্রমণের হার বাড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খেলার আগে-পরে কোভিড বিধি মানা হলেও সংক্রমণ ঠেকাতে তা যথেষ্ট নয় মনে করছে তারা।

এবারের ইউরোতে করোনাবিধি মেনে স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে দর্শক। টিকা কিংবা নেগেটিভ সনদ দেখাতে হচ্ছে তাদের। সবকিছুই ঠিক আছে। কিন্তু স্টেডিয়ামে ঢোকার আগে-পরে দর্শকরা কতটা স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানছেন, তা নিয়ে সংশয় সংস্থার এক কর্মকর্তার। ক্যাথরিন স্মলউড বললেন, ‘স্টেডিয়ামে কড়াকড়ি আছে, জৈব সুরক্ষা বলয়ে রয়েছে খেলোয়াড়রাও। তবে তা দিয়ে আসল পরিস্থিতি বোঝা যাবে না। অনেকেই খেলা দেখতে আসার সময় ভিড়ে ঠাসা যানবাহনে করে আসছেন দর্শকরা। আবার ফিরছেনও একইভাবে। তাতে করে সংক্রমণের হার বাড়ার আশঙ্কা রয়েছে।’

স্মলউডর আরও যোগ করেছেন, ‘শুধু মাঠে নয়, খেলা দেখার জন্য অনেকে বিভিন্ন পাব-বারে ভিড় করছেন। অনেকে বিভিন্ন পার্কে একসঙ্গে ম্যাচ দেখছেন। সেখানে দূরত্ব বিধি মানা হচ্ছে না। তাছাড়া খেলা চলার সময় দর্শকদের মুখে মাস্কও দেখা যাচ্ছে না। এটা ভয়াবহ।’

এর আগে ফিনল্যান্ড সরকার জানায়, সেন্ট পিটার্সবার্গ থেকে খেলা দেখে ফিনিশীয় সমর্থকরা ফেরার পর দেশে সংক্রমণ বেড়ে গেছে। আক্রান্ত ডেনিশ সমর্থকদের শরীরে ডেল্টা ভাইরাস শনাক্ত হয়েছে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়