ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘চেয়েছিলাম ১০৯ ম্যাচ খেলে ইউরো জিতে শেষ করতে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২ জুলাই ২০২১   আপডেট: ২২:১৯, ২ জুলাই ২০২১
‘চেয়েছিলাম ১০৯ ম্যাচ খেলে ইউরো জিতে শেষ করতে’

২০১০ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির জাতীয় দলের হয়ে অভিষেক টনি ক্রুসের। খেলেছেন তিনটি বিশ্বকাপ, নামের পাশে যুক্ত হয়েছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও খেলা হলো তিনবার। শেষ চাওয়া থেকে গেলো অপূর্ণ। ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় ইউরোর শেষ ষোলো থেকে।

জার্মানির হয়ে শততম ম্যাচ খেলেছিলেন গত বছরের অক্টোবরে, নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে। দেশের হয়ে করেছেন ১৭ গোল। জার্মানির জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র ছয় জন। আর তাদের সঙ্গে ব্যবধান কমাবেন না। বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে।

শুক্রবার (২ জুলাই) অবসরের ঘোষণা দিয়ে এক আবেগঘন পোস্ট দেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন-

‘আমি ১০৬ বার খেলেছি জার্মানির হয়ে। আর নয়। আমি হৃদয়ের গভীর থেকে চেয়েছিলাম এবং আবারও সবকিছু দিয়েছি, যেন শেষ পর্যন্ত ১০৯ ম্যাচ খেলতে পারি এবং সব শেষে যুক্ত করতে পারি এই বড় শিরোপাটি- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’

‘অনেক দিন আগে এই টুর্নামেন্ট খেলে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক আগেই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে কাতারে ২০২২ বিশ্বকাপে খেলতে পারবো না।’

‘প্রধান কারণ আমি আগামী কয়েক বছর পুরোপুরি মনোযোগ দিতে চাই রিয়াল মাদ্রিদের সঙ্গে। ১১ বছর ধরে জাতীয় দলে থাকার কারণে যে বিরতি পাইনি, সেটা পাবো। স্পষ্ট করে বললে, স্বামী ও বাবা হিসেবে আমি আমার স্ত্রী ও তিন সন্তানকে সময় দিতে চাই।’

‘এত লম্বা সময় ধরে এই জার্সি পরতে পারা ছিল আমার জন্য সম্মানের। খুব গর্ব আর ভালোবাসা নিয়ে এটা পরেছিলাম। সব ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা আমাকে তাদের প্রশংসা ও ভালোবাসা দিয়ে সমর্থন করে গেছেন। সমালোচকদেরও ধন্যবাদ জানাই তাদের বাড়তি প্রেরণার জন্য।’

‘সব শেষে আমি অগুনতি কৃতজ্ঞতা জানাই জোয়াকিম লোর প্রতি। তিনি আমাকে একজন জাতীয় দলের খেলোয়াড় ও বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। আমার ওপর ভরসা রেখেছিলেন। অনেক দিনের জন্য সাফল্যের গল্প আমরা লিখেছি। এটা ছিল আমার জন্য সম্মানের। হ্যান্সি ফ্লিককে শুভ কামনা জানাই, তার সাফল্যের ব্যাপারে আশাবাদও রাখি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়