ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিলিকে হারাতে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২ জুলাই ২০২১  
চিলিকে হারাতে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তিতে

শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। এই পর্বের দ্বিতীয় ম্যাচে রিওর অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি। নিঃসন্দেহে ফেভারিট পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু জয় সহজ হবে না বলে মনে করছেন ব্রাজিল কোচ তিতে। এই দুই দল মিলে গত তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাজিল গতবারের শিরোপা জিতেছে, তার আগের দুটি গেছে চিলির ঘরে। সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও চিলি তাদের সমীহ পাচ্ছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না, এই ম্যাচ নিয়ে ভাবছি। প্রতিদ্বন্দ্বিতা অনেক তীব্র হবে। কারণ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন ও গতবারের চ্যাম্পিয়ন।’ টানা ১০ ম্যাচের জয়যাত্রা গ্রুপের শেষ ম্যাচে থেমেছে ইকুয়েডরের কাছে। তারপরও আত্মবিশ্বাসে ভাটা পড়ছে না। তিতে বললেন, ‘উদ্দেশ্য ছিল পারফরম্যান্স করা এবং প্রথম পর্যায়ের ফল ছিল ভালো। তিনটি জয় ও একটি ম্যাচ ড্র, সব খেলোয়াড়দের ব্যবহার করেছি, অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল... সামনে যে বাধাই আসুক আমরা আত্মবিশ্বাসী।’

চিলির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সফলতার জন্য চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ, ‘এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আমাদের চারটি বিষয়ে খুব খুব শক্তিশালী হতে হবে- ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, শারীরিক ও মানসিক দিক। সেটা যদি থাকে, আমরা জয়ের অনেক কাছাকাছি আছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়