ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি: মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৬:৪৭, ৪ জুলাই ২০২১
আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি: মেসি

 

অগণিত ব্যক্তিগত অর্জন লিওনেল মেসির পায়ে লুটিয়ে পড়েছে, দলগত সাফল্যও কম নয়। যার বেশিরভাগই এসেছে ক্লাব বার্সেলোনার সঙ্গে। তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে অনন্য পারফরম্যান্স করে চলেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেছেন, অন্য দুটিতেও অবদান রেখেছেন।

সব মিলিয়ে এই কোপায় চার গোল মেসির, সমান সংখ্যক অ্যাসিস্টও। ম্যাচ শেষে এলএমটেন বলেছেন, ‘এটা ছিল খুব কঠিন ম্যাচ, প্রতিপক্ষ কতটা কঠিন আমরা জানতাম। গোল না পাওয়া পর্যন্ত আমাদের অনেক ভুগতে হয়েছে, তারপরই না ম্যাচ আরও সহজ হলো। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা আরও একটি ধাপ এগিয়ে গেলাম।’

প্রাথমিক উদ্দেশ্য পূরণ হওয়ার কথা জানালেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমরা খেলতে চেষ্টা করেছিলাম, মাঝেমধ্যে পারিনি, মাঠ খুব বেশি সহায়ক ছিল না। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেললাম। সেরা চার দলের একটি হওয়ার প্রাথমিক লক্ষ্য ছিল আমাদের। এখন আমাদের বিশ্রাম করতে হবে, কারণ পরের ম্যাচের আগে সময় কম।’

২৮ বছরের শিরোপা খরা ঘুচবে কি না জানা নেই মেসির। তবে লক্ষ্যে অবিচল, ‘আমি সবসময় বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার জন্য ততটা বড় কিছু নয়, এখানে আমরা এসেছি অন্য কিছুর জন্য। আমি আমার দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে কাজ করছে সেজন্য। অনেক দিন ধরে আমরা পরিবার থেকে দূরে। আমাদের একটা উদ্দেশ্য আছে এবং এটা নিয়ে আমরা ভাবছি।’

আগামী বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাসিলিয়ায় আর্জেন্টিনা মোকাবিলা করবে কলম্বিয়াকে। সেমিফাইনাল জিতলে ২০১৬ সালের পর আবারও ফাইনালে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়