ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেসি সর্বকালের সেরা: স্কালোনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৪ জুলাই ২০২১   আপডেট: ২০:১৮, ৪ জুলাই ২০২১
মেসি সর্বকালের সেরা: স্কালোনি

কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিলেন লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলো খেলেছেন তিনি। প্রত্যেক মিনিট ছিলেন মাঠে। গোল করেছেন, সতীর্থদের দিয়ে করাতেও রেখেছেন অবদান। চারটি করে গোল ও অ্যাসিস্ট তার।

এই ম্যাচে রোদ্রি ডি পল ও লাউতারো মার্তিনেজকে দিয়ে গোল করান মেসি। ফ্রি কিক থেকেও অবিশ্বাস্য এক গোল করেন তিনি। এর আগে শুরুতেই তার একটি শট পোস্টে আঘাত করে। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেছেন ‘ফুটবলপ্রেমী হিসেবে আমাদের কাছে সেরা ব্যাপার হলো মেসির খেলা উপভোগ করা। আমার মনে হয় তার প্রতিপক্ষও তার খেলা উপভোগ করে। সর্বকালের সেরা খেলোয়াড়ের সম্পর্কে কথা বলছি আমরা।’

৩৪ বছর বয়সী ফরোয়ার্ড এদিন তার ৭৬তম আন্তর্জাতিক গোল করেছেন। অগণিত রেকর্ডের মালিক তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে একটা বড় ট্রফি থেকে গেছে তার কাছে অধরা। এজন্য আর দুটি ম্যাচ জিততে হবে আর্জেন্টিনাকে। আগামী ৭ জুলাই ব্রাসিলিয়ায় সেমিফাইনালে তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। জিতলে ফাইনালের মঞ্চে ইতিহাস গড়ার হাতছানি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়