ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিল-পেরু: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৫ জুলাই ২০২১   আপডেট: ১৭:৪৮, ৫ জুলাই ২০২১
ব্রাজিল-পেরু: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও পেরু।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে পেরুর জালে ৪ গোল দিয়েছিল ব্রাজিল। তাইতো ব্রাজিল সমর্থকরা আশাবাদী প্রি ফাইনালের ম্যাচেও দুর্দান্ত ব্রাজিলকে দেখা যাবে সবুজের গালিচায়।

তবে ম্যাচটা যখন সেমিফাইনাল তখন পেরু কী সহজেই ছাড় দেবে? মোটেও না। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। 

অতীত পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে পেরুর পারফরম্যান্স ছন্নছড়া। দুই দলের ৪৬ মুখোমুখিতে ৩৩ ম্যাচ জিতেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পেরু জিতেছে মাত্র ৫ ম্যাচে। ৮ ম্যাচ ড্র হয়েছে। 

কোপা আমেরিকার মঞ্চেও ব্রাজিলের জয়জয়কার। ১২ ম্যাচে ব্রাজিল ৮টি জিতেছে। পেরুর জয় ২টি। বাকি দুইটি ড্র হয়েছে। 

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। পেরুকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল সহজেই জিতে নেয় শিরোপা। পাশাপাশি শেষ মুখোমুখি অর্থ্যাৎ এবারের প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৪-০ গোলে জয় তো ব্রাজিলকে সেমিফাইনালে ভালো কিছু করার আত্মবিশ্বাসই দিচ্ছে।

মারাকানায় এবার কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই দল আগামীকাল মুখোমুখি হবে রিও ডি জেনারিওতে। বিজয়ের পতাকা নেইমাররা উড়াবে নাকি পেরু আউট অব দ্য বক্স পারফর্ম করে মারাকানার টিকিট নিশ্চিত করবে। উত্তরটা জানা যাবে মঙ্গলবার ভোরেই। 

 


 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়