ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাকিবকে পেয়ে মুমিনুলের স্বস্তি, তামিমের জন্য আরও অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৬ জুলাই ২০২১   আপডেট: ২২:১১, ৬ জুলাই ২০২১
সাকিবকে পেয়ে মুমিনুলের স্বস্তি, তামিমের জন্য আরও অপেক্ষা

স্বস্তি ও অস্বস্তির দোলাচলে মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট দলপতি যখন সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামবেন বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তায় অস্বস্তিতে আছেন। ডান হাঁটুর চোটে বাঁহাতি ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলবেন কি না এখনও নিশ্চিত নয়। তবে মুমিনুলের কথায় যা বোঝা গেলো, তামিমকে পেতে টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে টেস্টের দিন সকাল পর্যন্ত।

সাকিব বরাবরই জাতীয় দলে একের ভেতরে দুই। শীর্ষ ছয়ে ব্যাটিং করেন। বোলিং করেন নিয়মিত। ফলে তাকে পাওয়া যে কোনও অধিনায়কের জন্য স্বস্তির। সাকিব না থাকলে বাড়তি বোলার নিয়ে খেলতে হয় বাংলাদেশের। এজন্য ব্যাটসম্যান কমাতে হয়। সাকিব থাকলে টিম কম্বিনেশনে সৌন্দর্য ও শক্তি থাকে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দলে ফেরায় হাসি ফুটেছে মুমিনুলের মুখে, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশনটা খুব সহজ হয়। তখন একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।’ তামিমকে নিয়ে মুমিনুল বলেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে অনুশীলন আছে। কাল পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তিনি আমার ও বাংলাদেশ দলের জন্য অতি গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি।’

ইনজুরি ভাবনায় ছিলেন মুশফিকুর রহিমও। তিনি সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ হওয়ায়। চোটের আগে জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও নেটে ব্যাটিং করেছেন দুই দিন। মুমিনুল তাকে নিয়ে দিলেন ভালো খবর, ‘মুশফিক ভাই অবশ্যই খেলবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়